'রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস' এর মাধ্যমে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন অজয় দেবগন। জনপ্রিয় বিবিসি সিরিজ 'লুথার' এর হিন্দি রিমেক হতে চলেছে 'রুদ্র'।'লুথার' এ প্রধান ভূমিকায় দেখা গেছিল বিখ্যাত হলিউড অচিনেতা ইদ্রিস এলবা এবং রুথ এলিসন-কে। 'রুদ্র'-র অন্যতম প্রযোজকের আসনে রয়েছে বিবিসি ইন্ডিয়া সংস্থা। জানা গেছে, সমস্ত প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ। আগামী ২১ জুলাই থেকে শ্যুটিং ফ্লোরে নেমে পড়তে চলেছে 'রুদ্র'। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।জানা গেছে, টানা দু'মাস ধরে মুম্বইয়ের বিভিন্ন 'রিয়েল লোকেশন'-এ শ্যুটিং চলবে 'রুদ্র'-র। তবে জানেন কি এই সিরিজে অজয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে? জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশি খান্না থাকছেন এই ভূমিকায়। জানিয়ে রাখা ভালো 'ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজ খ্যাত পরিচালক জুটি রাজ এবং ডিকের পরবর্তী ছবিতেও নায়িকার ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন রাশি। সেই সিরিজ অবশ্য শাহিদ কাপুরের 'ডেবিউ' ওয়েব সিরিজ হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যখনি তারকা বিজয় সেতুপতিকেও। উল্লেখ্য, 'লুথার'-এ রুথ এলিসনের অভিনীত চরিত্রেই দেখা যাবে রাশিকে। সূত্রের খবর, এই জনপ্রিয় ব্রিটিশ ক্রাইম-সাইকোলজিক্যাল এর রিমেক ' রুদ্র'-তে এক সাহসী এবং বেপরোয়া পুলিশ অফিসারের ভূমিকায় দর্শকদের সামনে এসে হাজির হবেন অজয়। সূত্রের দাবি, এর আগে অজয়ের এহেন অবতার নাকি দর্শক দেখেননি। ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজের। সিরিজের পরিচালক রাজেশ মাপুষ্কর এই প্রসঙ্গে জানিয়েছেন স্বয়ং অজয়ও নাকি এই 'প্রজেক্ট' নিয়ে নাকি ভীষণ উত্তেজিত। ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের পারদ চড়া শুরু করেছে এই শো-কে ঘিরে। সেই ব্যাপারখানাও যে ভালোভাবে টের পাওয়া শুরু করেছেন তাঁরা, জানালেন পরিচালক স্বয়ং।