দাদাগিরির মঞ্চে ক্রিকেট কেরিয়ার নিয়ে নানা তথ্য শেয়ার করতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এমনিতেই বাঙালির সৌরভকে নিয়ে মনে প্রশ্নের কোনও অন্ত নেই। ২২ গজে সৌরভ বাঙালির কাছে এক বিশেষ ইমোশন।
সম্প্রতি দাদাগিরিতে খেলতে এসেছিলেন টলিউডের তারকারা। সেখানে অভিনেতা রব দে সৌরভের কাছে প্রশ্ন করলেন দাদার দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে প্রশ্ন ধরে। যেখানে বাংলার মহারাজ বলেছিলেন, ‘পৃথিবীর সব আনন্দ একদিকে, আর আপনি যখন খেলতেন, ব্যাটের সুইট পয়েন্টে লেগে মিড অফ এবং কভারের মাঝ খান থেকে বলটা কভার ড্রাইভে যেত, এবং বাউন্ডারিতে পৌঁছত, সেই আনন্দটার আর কোনও বিকল্প হয় না।’ রবের মুখে এইটুকু শুনেই সৌরভ বলে ওঠেন, ‘কিছু জিনিস আসলে মনের খুব কাছের।’ এরপরই রব জানতে চান ‘স্যার আপনাকে এখন সেই অ্যাড্রিনালিন রাশটা কে দেয়?’ জবাব এল, ‘বর্তমানে আমি দিল্লি ক্যাপিটালস-এর সঙ্গে যুক্ত। আমার হৃদয়ের খুব কাছের। সেই টিমটাকে বদলে নেওয়া। যাতে জিততে পারি।’
প্রসঙ্গত, ২০২৪ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে গত সপ্তাহে মুম্বইতে হাজির ছিলেন সৌরভ। ২০২২ এর শেষের দিকে এই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সৌরভ। আগের বার ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেছিল দিল্লি। ২০২৪ সালে তাই ট্রফি জেতা নিয়ে আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে সৌরভের গলায়। আশাবাদী তিনি এূার ট্রফি আসবে ঘরেই।
বর্তমানে সদ্য হওয়া নিলাম থেকে বেছে নেওয়া দিল্লি ক্যাপিটালস টিমের সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। যার জন্য ২ কোটি খরচ করবে দিল্লি। এছাড়াও দলে রয়েছেন অ্যালিস ক্যাপসি, অরুন্ধুতী রেড্ডি, জেমাইমা রডরিগজ, জেস জোনাসেন, লরা হ্যারিস, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, পুনম যাদব, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া, তিতাস সাধু, অপর্না মন্ডল ও অশ্বিনী কুমারি।
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে সৌরভকে নিয়োগ করেছে দিল্লি। ডব্লিউপিএল, এসএ২০, আইএলটি২০ এবং আইপিএল-সহ দিল্লির ফ্র্যাঞ্চাইজিটির সব ক’টি দলের দায়িত্বই তাঁর কাঁধে। এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সে বার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দিল্লি আইপিএলের প্লে অফে উঠেছিল।
মার্চ মাসে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট আসীন হয়ে সৌরভকে বলতে শোনা গিয়েছিল, ‘দিল্লি ক্যাপিটালসে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। ফ্র্যাঞ্চাইজির মহিলা টিম এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে বিগত কয়েক মাস ধরে আমার কাজ খুব ভালো চলছে। আসন্ন আইপিএলের জন্য মুখিয়ে রয়েছি। আমি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকাকালীন টিম শেষবার খুব ভালো পারফর্ম করেছিল। আগামী কয়েকটা মাস দলের সঙ্গে সময়টা দারুণ কাটবে।’
এখন দেখার আইপিএল বা ডব্লিউপিএলে আদৌ ট্রফি আসে কি না সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে।