
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টলি পাড়া থেকে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে শোলাঙ্কি রায় নাকি গাঁটছড়া ছেড়ে দিতে চলেছেন। খোদ নায়িকাই নাকি সিরিয়াল ছেড়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে কি নতুন কেউ আসবেন তাঁর জায়গায় নাকি ধারাবাহিকটাই শেষ হয়ে যাবে এই নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। এই বিষয়ে অভিনেত্রী নিউজ ১৮ বাংলাকে বিস্তারিত জানান।
গাঁটছড়া ধারাবাহিকটি স্টার জলসার বর্তমানের অন্যতম পুরনো ধারাবাহিক। আগে টিআরপি টপার হলেও এখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা খানিকটা কমেছে। আর তার রেশ ধরেই শোনা যায় এই ধারাবাহিক নাকি শেষ হচ্ছে এবং নায়িকা নিজেই নাকি এই ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
শোলাঙ্কি রায় গাঁটছড়া ছেড়ে দেওয়া গুজবে বলেন, 'এ রকম কোনও কথা তো আমি কাউকে বলিনি।' একই সঙ্গে তিনি সিরিয়াল শেষ হওয়ার প্রসঙ্গে বলেন, 'সেটাও আমরা এখনও জানি না। এ বিষয়ে আমাদের কাছে কর্তৃপক্ষের তরফ থেকে কোনও খবর এখনও আসেনি।'
শোলাঙ্কি রায় জনপ্রিয় হন একই সঙ্গে খ্যাতি পান ইচ্ছেনদী ধারাবাহিকের মাধ্যমে। এখানে তাঁর সঙ্গে বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। প্রথমা কাদম্বিনী ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। এছাড়া তিনি যিশু সেনগুপ্তর সঙ্গে বাবা বেবি ও ছবিতেও কাজ করেছেন। সেই ছবিতে তাঁর কাজ ভীষণই সমাদৃত হয়। আগামীতে তাঁকে শহরের উষ্ণতম দিনে ছবিতে দেখা যাবে। সদ্যই সেই ছবির কাজ করেছেন তিনি। খুব শীঘ্রই এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হবে।
৳7,777 IPL 2025 Sports Bonus