টলিউডের অন্যতম চর্চিত বিয়ে ছিল শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের গাঁটছড়া। ১৫ জুলাই কলকাতার এক ফার্ম হাউজে বিয়ে করেছিলেন এই দম্পতি। এরপর ১৭ তারিখ খুব ঘরোয়াভাবেই হয়েছিল বউভাত। এবার সেই অনুষ্ঠানের অদেখা ছবি শেয়ার করলেন নতুন বউ সোহিনী।
দুই পরিবারের অতিথি আর সামান্য কিছু কাছের বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। সকালে গায়ে হলুদ, আর রাতে আংটিবদল, মালা বদল, আর সিঁদুর দানের পর আইনি কাগজে সই-সাবুদ। অতিথিদের জন্য ছিল বাঙালি খাবার। এরপর মঙ্গলবার শোভনের বাড়িতে পা রাখেন। বুধবার ছিল ঘরোয়া বউভাত।
আরও পড়ুন: মা শ্লোকার চাদর নিয়ে এক ছুট! আম্বানির নাতি পৃথ্বীর দুষ্টুমির ভিডিয়ো ফের ভাইরাল
সোহিনীর শেয়ার করা ছবিতে ভাই-বোনদের মাঝে শোভন-সোহিনী। একেবারে মধ্যমণি নতুন দম্পতি। মাথায় ফুলের খোঁপা, গলায় ফুলের মালা। আর শোভন বউয়ের গায়ে এলিয়ে। হাসিহাসি মুখ করে দাদা-বউদির দিকে চেয়ে দীপ্সিতা। মিষ্টি একটা পারবিরিক ফ্রেম।
দেখুন সেই পোস্ট-

সম্পর্কের একবছরের বার্ষীকিতে বিয়ে করলেন শোভন-আর সোহিনী। ওঁদের ভালোলাগার আভাস আগেই পেয়েছিলেন নেট-নাগরিকরা। তবে মুখ ফুটে কেউ কিচ্ছুটি স্বীকার করেননি। এরপর যখন শোভন ‘ভুল করে’ জুটিতে ফোটো শেয়ার করে ফেলেন, তখন মুছে ফেলেন চট করে। তবে তাতে কী আর, সেই পোস্ট লুকিয়ে রাখা যায়! ছড়িয়ে পড়ে হু হু করে।
চলতি বছরের শুরুতে স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলিতে একসঙ্গে ঘুরে এসেছেন। সেই সময়ও একসঙ্গে একটা ছবিও দেননি। সম্পর্ককে ব্যক্তিগত রাখার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, ঠিক বিয়ের মতোই।
আরও পড়ুন: অনিলের Bigg Boss Ott 3 জনপ্রিয়তায় টপকে গেল সলমনের সিজন ২-কে, টিভিতেও হোস্ট বদল?
তবে শোভন আর সোহিনীকে ট্রোলও হতে হয় বিয়ের সিদ্ধান্তের কারণে। বয়সে সোহিনী বছরখানেকের বড়। আর তাই নেট-নাগরিকরা ট্রোল করে ‘ভাইকে বিয়ে করল’-র মতো কমেন্ট করতেও ছাড়েননি। এমনকী, শোভনকে তো ‘কাঞ্চন মল্লিক লাইট’ হিসেবে উল্লেখও করা হতে থাকে সোশ্যাল মিডিয়াতে।
সোহিনীর আগে টলিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে বেশ লম্বা সম্পর্কে ছিলেন শোবন। তারও আগে ডেট করেন গায়িকা ইমন চক্রবর্তীকে। আর অল্প বয়সে একাধিক সম্পর্ক ভাঙা আর জোরা লাগায় নামের পাশে বসে যায় ‘ক্যাসানোভা’ ইমেজ।
সোহিনী এর আগে ডেট করেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। সেই সময় লিভ ইনেও ছিলেন তাঁরা। তবে পরিণতি পাওয়ার আগেই সে সম্পর্কে ছেদ পড়ে বছর দেড় আগে।