মধুচন্দ্রিমায় গিয়ে তুরস্কের নানান দর্শনীয় স্থান থেকে ছবি পোস্ট করেছেন অনুপমের তৃতীয় বউ, গায়িকা প্রশ্মিতা পাল। স্বামীর হাত ধরে তিনি ঘুরে দেখেছেন তুরস্কের বিখ্যাত নীল মসজিদ। যেটি কিনা ইস্তানবুলে রয়েছে। এছাড়াও তাঁরা গিয়েছিলেন হাগিয়া সোফিয়া মসজিদ, এছাড়াও তাঁরা গিয়েছিলেন তোপকাপি প্রাসাদ যাদুঘরে।