SIIMA 2023: লক্ষ্মী মাঞ্চু, ম্রুণাল ঠাকুর, শ্রুতি হাসান থেকে শুরু করে রানা দাগ্গুবাতি, জুনিয়র এনটিআর, ঋষভ শেট্টি সবাই SIIMA 2023-এ রেড কার্পেটে হাজির ছিলেন চোখ ধাঁধানো লুকে।
SIIMA 2023-এ শ্রুতি হাসান, রানা দাগ্গুবতী, ম্রুণাল ঠাকুর এবং শ্রীলীলা
শুক্রবার দুবাইতে ‘সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস’ (SIIMA)-এ তারকাদের ছড়াছড়ি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই উড়ে গিয়েছেন একাধিক তারকা। তাঁদের মধ্যে ছিলেন RRR-এর জুনিয়ার এনটিআর, বাহুবলি-এর রানা দাগ্গুবতি, কান্তারা-এর ঋষভ শেট্টি, ম্রুণাল ঠাকুর এবং শ্রুতি হাসানরা।
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রামচরণ, জুনিয়র এনটিআর লাল গালিচায় হেঁটেছিলেন এবং RRR-এর জন্য সেরা অভিনেতা হিসেবে (তেলুগু) পুরস্কার পান। এসএস রাজামৌলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিন্তু জুনিয়র এনটিআর এবং আল্লু অরবিন্দ তাঁর হয়ে RRR-এর জন্য সেরা পরিচালক (তেলুগু) পুরস্কার নিয়েছিন।