‘শেরশাহ’তে কাজ করে সকলের মনে জায়গা করে নিয়েছিল সিদ্ধার্থ মলহোত্রা আঐর কিয়ারা আডবানির জুটি। ২০২১ সাল থেকেই দু'জনের সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছিল সব জায়গায়। সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, দু'জনকে প্রায়ই একসাথে দেখা যেত নানা জায়গায়। এখন খবর, দু'জনের পথ নাকি আলাদা হয়ে গিয়েছে।
আর এই বিতর্কের মাঝেই ইনস্টায় একটি পোস্ট করলেন সিদ্ধার্থ মলহোত্রা। তবে সেই ছবির ক্যাপশন আসলে আরও বিতর্কিত। সেখানে লেখা হয়েছে, ‘সূর্যের আলো ছাড়া একটা দিন, জানো সেটা রাতের মতো।’
ছবির কমেন্টে সিদ্ধার্থকে সোজাসুজি সম্পর্ক ভাঙা নিয়ে প্রশ্ন করল ভক্তরা। একজন লিখেছেন, ‘সূর্যের আলো ছাড়া দিন? কিয়ারা কি তবো তোমার সানশাইন ছিল?’ আরেকজনের সচিন্তিত প্রশ্ন, ‘তাহলে কি সত্যি তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে?’ আবার কারও মতে, সম্পর্ক ভাঙার খবর পুরোটাই গুজব। এই সম্পর্ক নাকি ভাঙতেই পারে না! আরও পড়ুন: কৃতির গাউন সামলাতে ব্যস্ত সিদ্ধার্থ, ‘কিয়ারা ভাবি মারবে’ সাবধান করে দিল ভক্তরা!