Durgapuja Ads: দুর্গাপুজো মানেই যেমন পুজোর গান, তেমনই পুজোর বিজ্ঞাপন। বিগত কয়েক দশক ধরে যে বিজ্ঞাপনগুলি বাঙালির মনে জায়গা করে নিয়েছে, জীবনের অংশ হয়ে উঠেছে সেগুলি কী কী দেখে নেওয়া যাক।
পুজোর গন্ধ বয়ে আনে এই বিজ্ঞাপনগুলিই
এখন মাঝে সাঁঝে দুর্গাপুজোর অ্যাড দেখা যায় ঠিকই, কিন্তু সেই আমেজ? উহু এতটুকু পাওয়া যায় না। তবুও কখনও সখনও এক আধটা বিজ্ঞাপন নজরে লেগে যায় ঠিকই। তবে আমরা যাঁরা ৯০ দশকের জন্মেছি, বা ওই সময় বড় হয়ে উঠেছি আমাদের কাছে দুর্গাপুজোর খবর বয়ে নিয়ে আসত খবরের কাগজের পাতায় জুতোর বিজ্ঞাপন। দুর্গাপুজোর আমেজ আনত পুজোর বিজ্ঞাপন, গান। এদিকে এই বছরের পুজোও প্রায় দোরগোড়ায়। সামনের মাসে এই সময় মহালয়া আসছি আসছি করবে। সবার বাড়িতে বাড়িতে রেডিও সারানোর কাজ চলব। এমন সময় একটু অতীতে ফিরলে হয় না? চলুন এ যাবৎকালের সেরা ১০ দুর্গাপুজোর বিজ্ঞাপন কী কী দেখে নেওয়া যাক।
সবার আগেই বলি শালিমারের কথা। পুজো যেন অসম্পূর্ণ এই বিজ্ঞাপন ছাড়া। টিভিতে 'এই প্রাণ ঢালা উৎসবে বারবার, আলো আশা ভালোবাসা মিশে একাকার...' শুনলে মনে হয়, না, এবার পুজো সত্যিই এসে গেল। আসলে ছোট থেকে বড় হওয়ার পথে কিছু জিনিস আমাদের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যায়, এটাও ঠিক তেমন।