বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহিদ কাপুর। কিছুদিনের মধ্যেই তাঁর নতুন ছবি আসতে চলেছে। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবির প্রচারে ব্যস্ত। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। রোশন অ্যান্ড্রুজের পরিচালনায় শাহিদকে এর আগে কখনও এমন অবতারে ভক্তরা দেখেননি। তবে এর মধ্যেই খবর রি-রিলিজ হতে চলেছে 'পদ্মাবত'। কিন্তু এই ছবির সেটেই নাকি অপমানিত হতে হয়েছিল অভিনেতাকে? সেই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শাহিদ কাপুর।
আনফিল্টারড চ্যাটের জন্য রাজ শামানিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নানা কথা ভাগ করে নিয়েছেন। সেখানেই অভিনেতা ভাগ করে নিয়েছিলেন যে তাঁর ২০১৯ সালের সুপারহিট ছবি 'কবির সিং' মুক্তির আগে তাকে কম গুরুত্ব দেওয়া হয়েছিল। শাহিদ কারও নাম না করলেও নেটিজেনরা অনেকেই অনুমান যে তিনি সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত' (২০১৮) ছবির সেটে তাঁর অভিজ্ঞতার কথাই নিশ্চয়ই বলছেন।
আরও পড়ুন: সুন্দরী হতে ঠোঁট-নাকের সার্জারি অপমানজনক নয়! অকপট শ্রীদেবী-কন্যা খুশি
'পদ্মাবত'-এ প্রথমবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহিদ। পডকাস্টে শাহিদের বলা ভিডিয়োর অংশটা ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দর্শকরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। এক ভক্ত শেষ রাজপুত শাসক রতন সিংয়ের চরিত্রে শাহিদের অভিনয়ের প্রশংসা করে, তাঁর অন্য সহ-অভিনেতাদের ট্রোল করেছেন। পদ্মাবতের ক্রু মেম্বার বলে দাবি করা এক নেটিজেনের করা একটি মন্তব্য এখন সমাজমাধ্যমের পাতায় ঝড় তুলেছে।
নরেন্দ্র কুলকার্নি নামে ওই ব্যক্তি লিখেছেন, ‘আমি পদ্মাবতের কাজ করছিলাম, রণবীরের তখন পিক টাইমে ছিল এবং শাহিদের তখন ডাউন টাইম যাচ্ছিল। তাই রণবীর সেকেন্ডারি শটগুলি এড়িয়ে যাচ্ছিলেন অন্যদিকে, শাহিদ সমস্ত শট দিচ্ছিলেন। যখন শাহিদ কিছু বলছিলেন তখন তা শোনা হচ্ছিল না, পরিচালকও শুনছিলেন না এবং তিনি শাহিদকে অপমানও করেছিলেন।’
আরও পড়ুন: অহনার বর দীপঙ্কর শ্বেতাকে বিয়েতে সাজিয়ে ছিলেন! কারণ জানলে অবাক হবেন
তবে এই বিষয়টি সত্যি কিনা তা 'পদ্মাবত'-এর নির্মাতা এবং কলাকুশলীরাই কেবল নিশ্চিত করতে পারবেন। তাঁরাই ভালো বলেতে পারবেন ক্রু সদস্য বলে দাবি করা ব্যক্তি যা বলেছেন, তার কোনও সত্যতা রয়েছে কিনা।
প্র্রসঙ্গত, আইকনিক মাস্টারপিস 'পদ্মাবত' ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ৬ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে ৭ বছর পর ফের মুক্তি পাবে।