
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এবার শাহিদ কাপুরের জুহুর তারা রোডের ফ্ল্যাটে থাকবেন কার্তিক আরিয়ান। তাও আবার ভাড়াটে হিসেবে। মোটা টাকা ভাড়া দিচ্ছেন অভিনেতা। শাহিদের প্রণেতা বিল্ডিং-এর ফ্ল্যাটটি লিজে নিলেন বলিউডের ‘শেহজাদা’। জানা গিয়েছে, তিন বছরের জন্য শাহিদের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন কার্তিক আরিয়ান।
সূত্রের খবর, চলতি মাসের ১২ তারিখ স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। সেই অনুযায়ী, ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কৃতী। শাহিদের তরফে তাঁর স্ত্রী মীরা কাপুর যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেছেন, অন্যদিকে মা মালা তিওয়ারির নামে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন কার্তিক।
শাহিদের ৩,৬৮১ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট জুড়ে অবস্থিত। পাশাপাশি বিল্ডিং কমপাউন্ডে অভিনেতার দুটি পার্কিং-এর স্থানও রয়েছে। প্রতি বছর ভাড়ার পরিমাণ ৭% করে বাড়বে বলছে চুক্তি। প্রথম বছর কার্তিককে প্রতিমাসে ৭.৫ লক্ষ টাকা করে ভাড়া গুণতে হবে। দ্বিতীয় বছরে এই ভাড়ার পরিমাণ বেড়ে হবে মাস প্রতি ৮.০২ লক্ষ এবং তৃতীয় বছরে তা দাঁড়াবে প্রতি মাসে ৮.৫৮ লক্ষ। সিকিউরিটি ডিপোসিট বাবদ শাহিদকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন কার্তিক আরিয়ান।
আরও পড়ুন-সৃজার সঙ্গে সংসার পাতছেন ‘বাঘা যতীন’ দেব, চিনে নিন ‘ইন্দুবালা’কে
ইতিমধ্যেই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন কার্তিক আরিয়ান। ৩২ বছর বয়সী এই অভিনেতা গত বছরেও ‘ভুলভুলাইয়া ২’-এর মতো ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছেন। গোয়ালিয়র থেকে মুম্বই আসবার পর ভারসোভার একটি ফ্ল্য়াটে ভাড়া থাকতেন কার্তিক। ২০১৯ সালে রাজকিরণ হাউসিং সোসাইটির ওই ফ্ল্যাটটি কিনে নেন অভিনেতা। ওই ফ্ল্যাট কিনতে ১.০৬ কোটি টাকা গ্যাঁটগচ্ছা গিয়েছিল ‘পতি-পত্নী অউর ওহ' তারকার।
প্রনেতা বিল্ডিং-এর অ্যাপার্টমেন্টেই দুই সন্তানকে নিয়ে থাকতেন শাহিদ-মীরা। তবে ২০১৮ সালের জুলাই মাসে ওয়ারলি (পশ্চিম)-এর হাইরাইজ বিল্ডিং ‘থ্রি সিক্সটি ওয়েস্ট’-এ ঝাঁ চকচকে ডু-প্লেক্স কেনেন (৮,৬২৫ স্কোয়ার ফিট) শাহিদ। আপতত ৫৫.৬০ কোটির ওই অ্যাপার্টমেন্টেই থাকছেন তাঁরা। এতদিন পুরোনো ফ্ল্যাট ফাঁকা পড়েছিল, এবার ভাড়াটে হিসাবে সেখানে থাকতে আসবেন কার্তিক আরিয়ান ও তাঁর পরিবার।
আরও পড়ুন-সাজিদ খানকে ‘জানায়োর’ বললেন মিনিশা লাম্বা, রয়েছে একাধিক যৌন হেনস্থার অভিযোগ
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports