রবিবার রাত থেকেই গোটা বাংলা জমজমাট! কারণ নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না! ২১ জুলাইয়ের অধিবেশন বলে কথা। সোমবার রাস্তাঘাটে দলের পতাকা লাগানো বাস-গাড়ি-বাইকে ছয়লাপ। তবে খোদ ‘শাহরুখ খান’কে মিছিলে দেখে রীতিমতো চোখ কপালে তৃণমূলীদের।
এর আগেও বহুবার মমতার পাশে এসে দাঁড়িয়েছেন কিং খান। বছরখানেক আগে অবধি তো শাহরুখ ছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভাবাই যেত না! তবে এভাবে তৃণমূল কংগ্রেস দলকে সমর্থন জানাতে ছুটে এলেন নাকি বাদশা?

যদিও একটু ভালো করে দেখার পর ভুল ভাঙল সকলের। কারণ এ যে নকল শাহরুখ। মানে শাহরুখের হামসকল। সে যাই হোক, জানা গেল বীরভূম থেকে আসা ঘাসফুল কর্মীদের সঙ্গে এসেছেন এই ব্যক্তি। জানালেন, ২১ জুলাইয়ের জন্য তাঁর এই সাজ নন। বরং, এটাই তাঁর পেশা। অর্থাৎ নকল শাহরুখ হিসেবেই করেন মনোরঞ্জন।
আর ২১ জুলাইয়ের সমাবেশে আসার কারণ একদিকে যেমন দলকে সমর্থন জানানো, তেমনই ইচ্ছেপ্রকাশ করলেন আবার মমতার সঙ্গে ভিডিয়ো বানানোর। যাতে গোটা কলকাতার লোক তাঁর কাজ সম্পর্কে জানতে পারে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রবিবার থেকেই কলকাতামুখী। যদিও যাতে কোনো ঝুটঝামেলা যাতে না হয়, তা নিয়ন্ত্রণ করতে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা, নিয়ন্ত্রিত যানচলাচল। সকাল সাড়ে ৯টার পর মিছিল বন্ধ রাখা হয়েছিল। যা ফের শুরু হয়েছে ১টা থেকে। তবে শুধু শাহরুখ খান নন, এক সমর্থককে ধর্মতলা চত্বরে দেখা গেল একেবারে চার্লি চ্যাপলিনের বেশে।