আপনি কি লক্ষ্য করেছেন যে আম্বানিদের বিয়ের পর এক বছর কেটে গেছে? অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে তিন দিনের এই উৎসবে বলিউডের বড় বড় তারকারা উপস্থিত ছিলেন।
তারকারা রাধিকা-অনন্তর প্রথম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন
অভিনেতা শাহরুখ খান এবং রণবীর সিং এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দুজনেই ইনস্টাগ্রামে অনন্ত এবং রাধিকার কিছু অদেখা ছবি শেয়ার করেছেন এবং তাঁদের আশীর্বাদ জানিয়ে পোস্ট করেছেন। শাহরুখ গত বছরের উদযাপনের এই দম্পতির একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে সিখেছেন, ‘এই সুন্দর দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই ... এক সঙ্গে আরও অনেক বছর থাকো... আপনাদের ভালোবাসা ও সুস্বাস্থ্য কামনা করছি সবসময়। আপনাদের দুজনকেই ভালোবাসি। @radhikamambani ও অনন্ত।’
রণবীর অনন্ত ও রাধিকার একটি ছবিও শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার প্রিয়তম অনন্ত এবং রাধিকাকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’

অনন্ত কোটিপতি শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে এবং রাধিকা ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে। ২০২৪ সালের ১২-১৪ জুলাই মুম্বইয়ে তিন দিন ধরে চলা অনুষ্ঠানে তাঁরা গাঁটছড়া বাঁধেন। সেখানে উপস্থিত ছিলেন দেশ, বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা, যাঁদের মধ্যে ছিলেন কিম কার্দাশিয়ান, জন সিনা, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও শাহরুখ খান, সলমন খান ও দীপিকা পাড়ুকোনের মতো বলিউড তারকারা। জাস্টিন বিবার এই দম্পতির সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। মার্চে তিন দিনের প্রি-ওয়েডিং পার্টিতে অনেক পারফর্মারদের মধ্যে একজন ছিলেন রিহানা।
শাহরুখ খান এবং রণবীর সিংয়ের পরবর্তী কাজ প্রসঙ্গে
শাহরুখ খানকে পরবর্তী সিদ্ধার্থ আনন্দের কিং-এ দেখা যাবে। এতে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি সহ আরও অনেকে। রণবীরের পরবর্তী সিনেমা আদিত্য ধরের অ্যাকশন ড্রামা ধুরন্দর। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল।