দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'সর্দার ৩' ভারতে মুক্তি পায়নি। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতির কারণে ভারতের মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফলে ভারতে আটকে মুক্তি। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনুপম খের। তীব্র নিন্দা করেছেন তিনি গোটা বিষয়টির। ফেরএকবার মুখ খুললেন এক সাক্ষাৎকার চলাকালীন। বললেন, দিলজিতের সমস্ত অধিকার আছে (পাকিস্তানের তারকার সঙ্গে কাজ করার)। তবে দিলজিতের জায়গায় তিনি থাকলে এই কাজ করতেন না।
অনুপম খের পরিচালিত 'তনভি: দ্য গ্রেট' মুক্তি পাবে ১৮ জুলাই। এর প্রচারের সময় এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপম খের বলেন, ‘তুমি আমার বাবাকে থাপ্পড় মেরেছ। হতে পারে তুমি ভালো গান গাও, দারুণ তবলা বাজাও, সুতরাং তুমি আসছ, আমার বাড়িতে পারফর্ম করছ। আমি অত ভালো মানুষ নেই। হতে পারে আমি হয়তো পালটা মারব না। কিন্তু আমার বাড়িতে ঢুকতেও দেব না। আর আমি আমার বাড়িতে যেই নিয়ম পালন করি, সেটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি কখনোই আমার বাড়ির লোককে মার খেতে, বা আমার বোনেদের সিঁদুর মুছে যেতে দেখতে পারব না। এবার যারা মেনে নিতে পারে, তারা পারে। সম্পূর্ণ অধিকার আছে।’
২০১৬ সালের উরি সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানের তারকাদের কাজ করার উপর নিষেধাজ্ঞা ছিল। তবে মাঝে ২০২৪ সাল নাগাদ তা শিথিল করা হয়। কিন্তু ফের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর, বয়কট করা হয় পাকিস্তানকে। এমনকী, হানিয়া ভারতীয়দের ট্রোলের মুখে পড়েন যখন তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটির উপর ভারতের আকাশ-হামলার নিন্দা করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নেতিবাচক মন্তব্য করেন ভারতকে নিয়ে। সেই পাকিস্তানের তারকার সঙ্গে ভারতীয় সুপারস্টার দিলজিতের কাজ করা, মেনে নিতে পারছেন না সাধারণ নাগরিকরা।