বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: দিনরাত জেগে স্ক্রিপ্ট নিয়ে কাজ করেও শাহরুখ করতে পারেননি মুন্নাভাই এমবিবিএস, প্রকাশ্যে আনলেন কারণ
পরবর্তী খবর
Shah Rukh Khan: দিনরাত জেগে স্ক্রিপ্ট নিয়ে কাজ করেও শাহরুখ করতে পারেননি মুন্নাভাই এমবিবিএস, প্রকাশ্যে আনলেন কারণ
2 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2023, 09:39 AM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan on Munna Bhai-3 Idiots: মুন্নাভাই এমবিবিএস এবং থ্রি ইডিয়টস ছবির অফার পেয়েও ফিরিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু কেন? এতদিন পর প্রকাশ্যে আনলেন কোন কারণ?
রাজি হয়েও মুন্নাভাই এমবিবিএস করতে পারেননি শাহরুখ, কেন?
কেরিয়ারের একটা লম্বা সময় কাটিয়ে ফেলার পর অবশেষে ডাঙ্কি ছবিতে একসঙ্গে কাজ করলেন শাহরুখ খান এবং রাজকুমার হিরানি। এটা তাঁদের যতই প্রথম কাজ হোক না কেন রাজকুমার হিরানি কিন্তু এর আগেও একাধিক ছবির অফার নিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের কাছে। যদিও তিনি ছবিগুলোর একটিতেও কাজ করতে পারেননি, উল্টে তাঁর জায়গায় যাঁরা সেই চরিত্রগুলো করেছেন তাঁরা এবং চরিত্র দুটোই জনপ্রিয় হয়েছে। বলা ভালো কাল্ট চরিত্র হয়ে থেকে গিয়েছে। এই বিষয়ে সবার আগে বলা যেতে পারে সঞ্জয় দত্ত অভিনীত মুন্নাভাই এমবিবিএস ছবিটির কথা। এই ছবির অফার পেয়েও ফিরিয়ে দেন কিং খান, পরে সেটা সঞ্জয় দত্ত করেন এবং আইকনিক চরিত্র হয়ে ওটা। এরপর থ্রি ইডিয়টসের অফার নিয়েও রাজকুমার শাহরুখের কাছে যান, কিন্তু সেটাও তিনি করতে পারেননি, পরে আমির খানের করা চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি এসব বিষয় নিয়ে মুখ খুললেন কিং খান।
শাহরুখ খান জানালেন কেন তিনি এই ছবিগুলোর অফার ফিরিয়ে দিয়েছিলেন সেই সময়। সৌদি আরবের প্ল্যাটফর্ম এমবিসি গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন মুন্নাভাই এমবিবিএস ছবির অফার ফিরিয়েছিলেন তাঁদের কাঁধের আঘাতের জন্য। অন্যদিকে থ্রি ইডিয়টস ছবিটির সঙ্গে তাঁর আরেকটা ছবির ডেট ক্ল্যাশ করছিল তাই তিনি করতে পারেননি। অভিনেতার কথায়, 'আসলে আমরা বহু পুরনো বন্ধু। ও যখন পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করতে যাচ্ছিল তখন ও এডিটর হিসেবে কাজ করছিল। মুন্নাভাই এমবিবিএস নামের একটি সিনেমার গল্প লিখছি। আমি তখন দেবদাস ছবির শেষ দৃশ্য শুট করছি যেখানে আমি মরে যাব তখন ও এসে আমায় বলে আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে। আমি ওকে বলি যে ঠিক আছে আমরা পরশু বসব এটা নিয়ে। আমি করব এই ছবিটা। ও তখন আমায় বলে যে তুমি ত গল্পটা শুনলেই না। আমি ওকে বলি সিনেমাটার নামই তো ভীষণ সুন্দর মুন্নাভাই এমবিবিএস। আমার ছবিটি করার কথা ছিল, আমরা প্রায় ছয় সাত মাস বিষয়টা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমার একটা আঘাতের কারণে শিরদাঁড়ায় অস্ত্রোপচার করতে হয়। আর ওরা বুঝতে পারছিল না যে আমি কদ্দিনে ঠিক হবো। তাই হল না করা।'
থ্রি ইডিয়টসে কাজ করার প্রসঙ্গে তিনি জানান, 'সময়ের একটা সমস্যা হচ্ছিল। আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, কাস্টিং নিয়েও কথা হয়। কিন্তু সময় নিয়ে চাপ হয় কারণ আমার একটা ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল আমারই একটা আঘাতের করবে। আমি ওকে তখন বলি ছবিটি করে নেওয়ার জন্য। তাই ওটাও হয়নি।'
শাহরুখ সেই দুটো ছবিতে কাজ না করলেও ব্লকবাস্টার হিট হয় ছবি দুটো। তবে অবশেষে তাঁরা ডাঙ্কি ছবিতে একসঙ্গে কাজ করলেন। যদিও মুন্নাভাই এমবিবিএস বা থ্রি ইডিয়টসের মতো অত ভালো ফল না করলেও মোটের উপর দর্শকদের মনে ধরেছে এই ছবি।
ডাঙ্কি প্রসঙ্গে
রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এই ছবিতে শাহরুখ ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ।