অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান টানা তিন দিন ধরে চলল গুজরাটের জামনগরে। সেখানে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে এসেছিলেন কিং খানও। সঙ্গে ছিল তাঁর গোটা পরিবার। দুই ছেলে আরিয়ান, আব্রাম, মেয়ে সুহানা, এবং স্ত্রী গৌরীকে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁকে এই অনুষ্ঠানে রিহানার সঙ্গে নাচতে দেখা যায়। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রিহানা এবং শাহরুখের নাচ
অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করেন রিহানা। সেদিন অনুষ্ঠানের এক ফাঁকে গায়িকা মুখোমুখি হন শাহরুখ খানের। তখন বাক্য বিনিময় ছাড়াও তাঁদের নাচতে দেখা যায়। গল্প করতে করতেই তাঁদের একসঙ্গে কোমর দোলাতে দেখা গেল।
আরও পড়ুন: মণীশ মালহোত্রার শাড়ি পরে বিশ্বাম্ভর স্তুতি! ছেলে অনন্তের হস্তাক্ষর অনুষ্ঠানে নেচে তাক লাগালেন নীতা আম্বানি
আরও পড়ুন: 'বয়স্ক লোকের ব্যাপারই আলাদা...' বলেছিলেন দিদি নম্বর ওয়ানে, তাই কি কাঞ্চনের গলায় মালা দিলেন শ্রীময়ী
এদিন শাহরুখের পরনে ছিল কালো স্যুট। রিহানা পিচ রঙের পোশাক পরেছিলেন। কেবল শাহরুখ নন, এদিন জাহ্নবী কাপুরের সঙ্গেও নাচেন রিহানা। তিনি তাঁর একাধিক হিট গান যেমন ডায়মন্ডস, রুড বয়, ইত্যাদি গান গেয়ে শোনান।
রাধিকা অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সলমন খান, আমির খান, শাহরুখ খান একসঙ্গে পারফর্ম করেন। বাদ যাননি দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। তৃতীয় দিনে গানে গান আসর জমান শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, প্রীতম, প্রমুখ। ফলে সবটা মিলিয়ে যে জামনগরে রাধিকা অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান জমে উঠেছিল সেটা বলা যায়।
রাধিকা অনন্তের হস্তাক্ষর অনুষ্ঠান
রাধিকা এদিন একটি প্যাস্টেল সাদা রঙের লেহেঙ্গা পরেছিলেন। তাঁকে সম্পূর্ণ ভাবে সঙ্গত দেন অনন্ত আম্বানি। এদিনের হস্তাক্ষর অনুষ্ঠানের সময় রাধিকার জন্য বাবা মা এবং গোটা পরিবারের সঙ্গে প্যাসেজের একদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন অনন্ত। অন্যদিকে তখন বলিউডের অভিনেত্রীদের মতো গানের সুরে সুরে নেচে অনন্তের দিকে এগিয়ে আসেন রাধিকা। স্টেজের কাছাকাছি এলে তাঁকে হাত ধরে উঠিয়ে নেন অনন্ত।
আরও পড়ুন: ঠিক যেন বলিউডের ছবি! হস্তাক্ষর অনুষ্ঠানে কভি খুশি কভি গমের গানে নেচে অনন্তের জীবনে প্রবেশ রাধিকার
রাধিকা অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের গান গান শ্রেয়া ঘোষাল, অরিজিতও।