বাংলা নিউজ > বায়োস্কোপ > Saregamapa: ‘হেমন্তর গানের গুষ্টির তুষ্টি’! নম্বর কাটলেন ইমন, আরাত্রিকাকে ফুল মার্কস দিয়ে বিতর্কে কৌশিকী, ব্যাপারটা কী?
জি বাংলা সারেগামাপা-র সদ্যসমাপ্ত সপ্তাহে মুখোমুখি চ্যালেঞ্জ রাউন্ডে বাঁকুড়ার মেয়ে আরত্রিকার মুখোমুখি হয়েছিলেন ওড়িশার ছেলে সাই। জাভেদ-জোজোর টিমের রত্ন আরাত্রিকা এবং শান্তনু-অন্তরার টিমের সাইয়ের জন্য ইমনের চ্যালেঞ্জ ছিল তাঁদের পছন্দের গানটি মাত্র বদল করে গাইবার। আরও পড়ুন-অক্টোবরে বিয়ে, ৪ মাস পর মা হলেন রূপসা! ছেলে চাওয়ায় হয় বিতর্ক, ইচ্ছেপূরণ হল?