বলিউডে এখন নতুন ‘বেস্ট ফ্রেন্ড ফরেভার’ সারা আলি খান এবং জাহ্নবী কাপুর। সপ্তাহ খানেক আগেই করণ জোহরের কফি কাউচে একসঙ্গে হাজির হয়েছিলেন এই দুই স্টার কিড। কখনও একসঙ্গে পাহাড়ে বেড়াতে যেতে দেখা গিয়েছে তাঁদের, আবার কখনও একসঙ্গে পার্টি করেন তাঁরা।
তবে সারার ইনস্টাগ্রামের পাতায় নতুন ছবি ইঙ্গিত দিচ্ছে, তিনি এবং জাহ্নবী কাপুর এবার সিলভার স্ক্রিনে একসঙ্গে কাজ করবেন। ক্যাপশনে লেখা, 'গরম গরম কফি তৈরির পর, অবশেষে 'Ko-Actor' হিসেবে কাজ করলাম আমরা। আমাদের একসঙ্গে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন!' ছবিতে দুই অভিনেত্রীর অভিব্যাক্তি দেখে মনে হচ্ছে, সামনে কোনও কিছু দেখে তাঁরা ভয় পেয়েছেন।
আরও পড়ুন: Ajay Devgan: বলিউডে কবে ডেবিউ করছে নাইসা? মেয়ের হয়ে মুখ খুললেন অজয় দেবগণ
অন্যদিকে, সারার সঙ্গেও একটি ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন জাহ্নবী। জাহ্নবীর শেয়ার করা ছবিতে দু-জনেরই হাসি হাসি মুখ। ক্য়াপশনে লেখা, ‘ভ্রমণ অ্যাডভেঞ্চার। কফি ডেট এবং এখন সহ-তারকা!’ অভিনেত্রীরা কোন ছবিতে একসঙ্গে কাজ করছেন, তা নিয়ে মুখ খোলেননি এখনও। ছবি নাকি বিজ্ঞাপনের কাজ বা অন্য কিছু তা জানা যায়নি।
আরও পড়ুন: 'গাঁটছড়া'য় খড়ির জেঠিমা এবার এই জনপ্রিয় খলনায়িকা, ছোট পর্দায় কামব্যাক সোনালির
কিছুদিন আগেই বান্ধবী জাহ্নবী কাপুরের সঙ্গে 'কফি উইথ করণ'-এ গিয়ে হাজির হয়েছিলেন সারা। সেখানেই তাঁদের পুরনো সম্পর্কের গল্প ফাঁস করে দেন করণ। পাহারিয়া পরিবারের দুই ছেলে বীর এবং শিখরের প্রেমে মজেছিলেন এই দুই নায়িকা। ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন সেই পরিবারের দুই ছেলে সারা এবং জাহ্নবীর প্রাক্তন। বীর এবং শিখরের দাদু (মায়ের বাবা) সুশীল কুমার শিন্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের বাবা সঞ্জয় পাহারিয়া নাম করা ব্যবসায়ী।
আরও পড়ুন: ‘তাড়াতাড়ি শেষ করুন’, ক্যাটরিনাকে বিয়ের সময় পুরোহিতে কানে আর যা বলেছিলেন ভিকি
সারাকে শেষবার আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’-তে অক্ষয় কুমার এবং ধনুশের সঙ্গে দেখা গিয়েছিল। অভিনেত্রীকে পরবর্তীতে অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে পবন কৃপালানির ‘গ্যাসলাইট’য়ে অভিনয় করতে দেখা যাবে। ভিকি কৌশলের সঙ্গে লক্ষ্মণ উতেকার পরিচালিত একটি শিরোনামহীন ছবিও রয়েছে সারার হাতে।