মাঝে মধ্যেই চর্চায় উঠে আসেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। তাঁদের কর্মক্ষেত্র ছাড়াও তাঁদের ব্যক্তিগত জীবনের কারণে নানা কারণে তাঁরা পেজ থ্রির শিরোনাম হয়ে ওঠেন। বিগত কয়েক মাস ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। আবারও উসকে গেল সেই চর্চা। এবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সঙ্গে থাকা সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন। তাই অনেকেই ধরে নিয়েছে এবার বুঝি তাঁদের ডিভোর্স হচ্ছেই।
শোয়েব মালিকের সঙ্গে সব ছবি মুছে দিলেন সানিয়া
সোশ্যাল মিডিয়ায় মূলত ইনস্টাগ্রামে বরের সঙ্গে একাধিক ছবি ছিল সানিয়ার। কিন্তু এখন আপনি যদি এই ভারতীয় টেনিস তারকার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখেন তাহলে শোয়েবের সঙ্গে সেসব ছবিগুলোর একটিও আর দেখতে পাবেন না। সানিয়ার নিজের ছবি আছে, ছেলের ছবি আছে। কিন্তু শোয়েবের? একটিও নেই। আর এই ঘটনার জেরে ফের নতুন করে উসকে গিয়েছে শোয়েব এবং সানিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।
আরও পড়ুন: 'সময়টা আমার, ভাষাটাও আমার...' ভক্তকে গালাগালি দেওয়ার পর সাফাই রূপমের, শেখালেন সেলফি তোলার নিয়ম
আরও পড়ুন: সন্দেশে আতে হ্যায় গানটির কাছে ঋণী সোনু নিগম! সেনা দিবসে অকপট স্বীকারোক্তির পর কী জানালেন?
এমনিও বহুদিন ধরেই একে অন্যের সঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। তাঁদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ছেলের জন্মদিনের দিন। যদিও সানিয়া শোয়েবের একসঙ্গে কোনও ছবি ছিল না সেই অনুষ্ঠানে। নিজেরাও নিজেদের কোনও ছবি এখন আর তেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না। এর মধ্যেই বাকি যা পুরনো ছবি ছিল সোশ্যাল মিডিয়ায় সেগুলোও ডিলিট করে দেওয়ায় সন্দেহ বাড়ছে।
আরও পড়ুন: সুস্মিতা নয়, আরিয়ায় রবিনার থাকার কথা ছিল! কেন নাকচ করেছিলেন অফার?
প্রসঙ্গত কিছু মাস আগে এই পাকিস্তানি ক্রিকেটার তাঁর ইনস্টাগ্রামের বায়ো থেকে সরিয়ে ফেলেছিলেন সানিয়ার নাম। সেখানে এতদিন লেখা ছিল তিনি একজন সুপারওম্যানের বর। কিন্তু সেটা সরিয়ে এখন তিনি কেবল নিজেকে বাবা বলেই পরিচয় দিয়ে রেখেছেন।