ভোজপুরি টেলিভিশন জগতের একটি অন্যতম পরিচিত মুখ সম্ভাবনা শেঠ। আর পাঁচটা দম্পতির মতো সম্ভাবনা এবং অভিনাশ চেয়েছিলেন পিতা-মাতা হতে। IVF প্রক্রিয়ার সাহায্যে চলতি বছরে সুখবরও শুনিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু বছর শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেল। মা হওয়া অধরা থেকে গেল অভিনেত্রীর।
সম্ভাবনা শেঠ এবং স্বামী অবিনাশ দ্বিবেদী সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দুঃসংবাদ শেয়ার করেছেন সকলের সঙ্গে, যা শুনে স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ হয়ে পড়েছেন ভক্তরা। চলতি বছর চলাকালীন অভিনেত্রী জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। কিন্তু তিন মাসের গর্ভবতী অভিনেত্রী হঠাৎ করেই গর্ভপাতের শিকার হন।
আরও পড়ুন: হাউজকিপিং স্টাফদের 'দাদা-দিদি' বলে সম্বোধন! নীতার ব্যবহারে মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: ‘হিংসা নয়, বরং বন্ধুত্বের গল্প’, আউটহাউস প্রসঙ্গে বললেন শর্মিলা এবং মোহন
সম্প্রতি অবিনাশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, IVF- এর মাধ্যমে দীর্ঘদিন ধরেই সন্তানের জন্য চেষ্টা করছিলাম আমরা। সবকিছু ঠিকঠাক ছিল, সম্ভাবনা গর্ভবতীও হয়েছিল, যার ফলে আমরা সকলে ভীষণ খুশি ছিলাম। হার্টবিটও ছিল, কিন্তু আচমকাই স্ক্যানে ধরা পড়ে শিশুটির হৃদস্পন্দন শুনতে পাওয়া যাচ্ছে না। কেন এমন হল বুঝতে পারছি না আমরা।
সম্ভাবনা গোটা ঘটনার বর্ণনা করে জানিয়েছেন, আইভিএফ চলাকালীন ৬৫টি ইনজেকশনের যন্ত্রণা সহ্য করেছেন তিনি। প্রতিদিন প্রায় ২-৩টি ইনজেকশন নিতে হত। স্বাভাবিকভাবেই এটি ভীষণ বেদনাদায়ক ছিল কিন্তু সন্তান জন্ম দেওয়ার খুশিতে এই কষ্ট তুচ্ছ মনে হয়েছিল তাঁর। কিন্তু আচমটাই সন্তানের হার্টবিট বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ‘খাবার কেনার আগে তারকা নয় লেবেল দেখুন’, রণবীর সিংকে কটাক্ষ করলেন পুষ্টিবিদ
আরও পড়ুন: ছেলে-বৌমার সঙ্গে নাতনির স্কুলে অমিতাভ, অভিজ্ঞতার জানিয়ে কী লিখলেন বিগ বি?
সম্ভাবনার স্বামী বলেন, আমরা আর্থিক শারীরিক এবং মানসিকভাবে ভীষণ চেষ্টা করেছি। রিপোর্ট দেখে বলেছিলেন হয়ত আমাদের যমজ সন্তান হবে। যমজ সন্তানের কথা শুনে আরও বেশি খুশি ছিলাম আমরা। যদিও সম্ভবনা একটি সন্তানকেই গর্ভে ধারণ করেছিল। কিন্তু আমরা ভীষণ খুশি ছিলাম। এমনটা হবে সত্যি বুঝতে পারিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন সম্ভাবনা এবং অবিনাশ। প্রথম থেকেই IVF- এর সাহায্যে গর্ভধারণ করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। ৮ বছর বিবাহিত জীবনে শুধু এই একটি অভাব ছাড়া আর কিছুই কষ্ট নেই সম্ভাবনার। সমস্ত সমস্যাকে পিছনে ফেলে হয়ত আগামী দিনে ফের আরও একবার নতুন আশা বুকে নিয়ে নতুন ভাবে প্রচেষ্টা করবেন অভিনেত্রী।