২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। দীর্ঘ এতগুলি বছরে স্কুলের মান এতটুকু ক্ষুন্ন হতে দেননি স্কুলের চেয়ারপার্সন নীতা আম্বানি। বৃহস্পতিবার ছিল স্কুলের বার্ষিক অনুষ্ঠান দিবস। অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা, যার মধ্যে বেশিরভাগ ছিলেন তারকা।
বার্ষিক অনুষ্ঠানের দিন সকলের উদ্দেশ্যে ভাষণ রাখেন নীতা আম্বানি। হাজার ব্যস্ততা সত্ত্বেও তিনি স্কুলের এই বিশেষ দিনে উপস্থিত থাকেন স্কুলেই। নিজে দাঁড়িয়ে তদারকি করেন গোটা ব্যাপারটা। প্রতিবছরের মতো বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। সকলের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণও রাখেন তিনি।
আরও পড়ুন: 'না হয় বেশি হল পাবার যোগ্যতা নেই', দেব ভক্তদের নাচানাচিতে অতিষ্ঠ মানসীর ছবির দর্শক, ক্ষুব্ধ পরিচালক
আরও পড়ুন: ‘হিংসা নয়, বরং বন্ধুত্বের গল্প’, আউটহাউস প্রসঙ্গে বললেন শর্মিলা এবং মোহন
বার্ষিক দিবসে বক্তৃতা দেওয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রত্যেক শিক্ষককে ধন্যবাদ জানিয়েছিলেন আম্বানি পত্নী। তবে শুধু শিক্ষক শিক্ষিকা নন, প্রত্যেক হাউজকিপিং দিদি, দাদা, নিরাপত্তা কর্মী, চিকিৎসা কর্মী, কর্মচারী এবং অন্যান্য সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন যাদের সহায়তায় স্কুলটি সঠিকভাবে চালিত হয়।
নীতা আম্বানি বলেন, আমি আমার স্কুলের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, সমস্ত হাউজকিপিং দিদি, দাদা, লিফট দাদা, বাস দাদা, ক্যান্টিন স্টাফ, নার্স, নিরাপত্তাকর্মী সকলকে ধন্যবাদ জানাই যারা হাসিমুখে সব সময় নিজেদের কাজ সামলে চলেছেন এবং বাচ্চাদের দেখাশোনা করছেন।
নীতা আম্বানির মুখে এই কথা শোনার পরেই করতালি শোনা যায় গোটা স্টেডিয়ামে। নীতা আম্বানি যে যথার্থই একজন আদর্শ শিক্ষিকা, তা এই ভাষণ শুনেই বোঝা যায়। একটি স্কুল শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, প্রত্যেক সদস্যদের সহায়তায় চালিত হয় সুষ্ঠুভাবে, এই কথাটি যে এত সুন্দর ভঙ্গিতে সকলের সামনে তুলে ধরেছেন নীতা, যা দেখে উপস্থিত সকলে মুগ্ধ হয়ে যান।
আরও পড়ুন: নন্দিনীদির AC রেস্তোরাঁয় মাসে খরচ ২ লাখ! প্রতিদিন কত টাকা আয় হচ্ছে? ফাঁস করল বাবা
আরও পড়ুন: প্রথম দিনেই 'রেকর্ড' গড়ল খাদান! কোন তকমা লাগল দেবের ছবির মুকুটে?
প্রসঙ্গত, বৃহস্পতিবার বার্ষিক অনুষ্ঠানের দিন স্কুলে উপস্থিত ছিলেন সপরিবারে শাহরুখ খান, স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ, করণ জোহর, মণীশ মালহোত্রা। উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চন।