২০ ডিসেম্বর মুক্তি পেল খাদান। দেব আগেই জানিয়েছিলেন এই ছবিটি একটি আদ্যোপান্ত মাস ফিল্ম হতে চলেছে। আর যাঁরা ছবিটি দেখেছেন তাঁরা সেটা বেশ টের পেয়েছেন। যদিও ছবিটিকে মুক্তি পাওয়ার দুদিন আগেও হল পেতে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু এদিকে এদিন বড় পর্দায় আসতে না আসতেই রেকর্ড গড়ল বলে দাবি করলেন দেব।
আরও পড়ুন: নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক - ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
কী জানালেন দেব?
শুক্রবার, ২০ ডিসেম্বর সন্ধ্যায় দেব খাদান ছবিটির একটি পোস্টার পোস্ট করে জানান এই ছবিটি বক্স অফিসে প্রথমদিনই নজর কাড়া ফল দেখিয়েছে। মুক্তি পাওয়ার দিনই এই ছবির ১০০ টির বেশি শো হাউজফুল হয়েছে বলেও তিনি জানান।
দেব এদিন তাঁর পোস্টে লেখেন, 'এটা রেকর্ড ব্রেকিং যে মুক্তির দিনই খাদানের ১০০ টির বেশি শো হাউজফুল। ধন্যবাদ এই দুর্দান্ত সাড়া দেওয়ার জন্য।'
কে কী বলছেন?
দেবের এই পোস্টে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁকে। এক ব্যক্তি লেখেন 'অনেক অনেক ভালোবাসা রইল।' আরেকজন লেখেন, 'সত্যিই অনেক দিন পর বাংলা মুভি দেখলাম, জিও দেব।' কেউ আবার লেখেন, 'অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা দাদাভাই।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দাদা খুব সুন্দর সিনেমা এই প্রথম এমন বাংলা সিনেমা দেখলাম।'
আরও পড়ুন: খাদানে জ্বরে কাবু বাংলা! সিনেমা হলে ‘রাজার রাজা’ গানে জমিয়ে নাচ দর্শকদের, নিমেষে ভাইরাল হল ভিডিয়ো
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেল। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। প্রসঙ্গত এই ছবিটি UA সার্টিফিকেট পেয়ে গিয়েছে সেন্সর বোর্ড থেকে। খাদান ছবিটির রান তাইম্ব২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। বক্স অফিসে ২০ তারিখ এই ছবিটি মুখোমুখি হল প্রতিম ডি গুপ্তর চালচিত্র, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন ছবি তিনটির সঙ্গে।