বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলে-বরের নামে মৃত্যু-হুমকি, সালমার ৮৩ বছরের জন্মদিন এক হল খান পরিবার! সলমন কি এলেন?
পরবর্তী খবর
ছেলে-বরের নামে মৃত্যু-হুমকি, সালমার ৮৩ বছরের জন্মদিন এক হল খান পরিবার! সলমন কি এলেন?
1 মিনিটে পড়ুন Updated: 10 Dec 2024, 11:06 AM ISTSayani Rana
বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর পরিবার মেতে উঠেছিলেন মা সালমা খানের ৮৩ তম জন্মদিন উদযাপনে। মায়ের জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সকলে একত্রিত হয়েছিলেন।
ছেলে-বরের নামে মৃত্যু-হুমকি, সালমার ৮৩ বছরের জন্মদিন এক হল খান পরিবার! সলমন এল?
বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর পরিবার মেতে উঠেছিলেন মা সালমা খানের ৮৩ তম জন্মদিন উদযাপনে। মায়ের জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সকলে একত্রিত হয়েছিলেন।
মায়ের জন্মদিন উদযাপনের কিছু মুহূর্তও একটি মন ছুঁয়ে যাওয়া পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন সলমন। মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একটি ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “মা… শুভ জন্মদিন 'মাদার ইন্ডিয়া', তুমি আমাদের পৃথিবী।'
সালমা খানের জন্মদিনের রাতে সালমাকে তাঁর ছেলে সোহেল খানের সঙ্গেও নাচতে দেখা গিয়েছিল। ভিডিয়োটির শুরুতে দেখা যায় সোহেলের হাত ধরে ধীরে ধীরে গানের তালে পা মেলাচ্ছেন সালমা। তারপর স্নেহের সঙ্গে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের মধ্যেই কেউ মা- ছেলের এই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো ক্যাপচার করে রাখেন।