আপাতত দুূবাইতে রয়েছেন সলমন খান। ‘দাবাং: দ্য ট্যুর রিলোডেড কনসার্ট’-এর জন্য এই মুহূর্তে মরু শহরে রয়েছেন ভাইজান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে বলিউড তারকার নতুন ভিডিয়ো, সেখানে বোনোপো আহিল ও বোনঝি আয়াতের মনোরঞ্জনের জিম্মা নিজের কাঁধে তুলে নিতে দেখা গেল সলমনকে। এই মিষ্টি ভিডিয়োতে মজাদার ডান্স করে দুই খুদের মুখে হাসি ফোটালেন মামুজান সল্লু মিঁয়া।বৃহস্পতিবার এক ইভেন্ট প্রোডাকশন কোম্পানির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয় এই ভিডিয়ো। সেখানে ব্যাকস্টেজে আহিল আর আয়াতের সঙ্গে মস্তির মুডে পাওয়া গেল সলমনকে। রেস থ্রি ছবির ‘আল্লাহ দুহাই’ গানটি বাজছে ব্যাকগ্রাউন্ডে, আর হাঁটু মুড়ে বসে নাচছেন সলমন। ক্যামেরার ওপার থেকেও সকলেই আহিল আর আয়াতকে নাচতে উত্সাহিত করছিল। তবে ওই স্টেজ আর আবহে বেশ খানিকটা হতভম্ব দুই খুদে। উল্লেখ্য, সলমনের বোন অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মার দুই সন্তান আহিল ও আয়াত। এই ভিডিয়োর কমেন্ট বক্সে সলমন ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তাঁদের প্রিয় ভাইজান। ‘পৃথিবীর সেরা মামা’র খেতাবও উঠেছে সলমনের মাথায়। কেউ কেউ তো এটাকে ‘সেরা মুহূর্ত’ বলেও মন্তব্য করেছেন। অর্পিতার স্বামী আয়ুশ শর্মাও এই ট্যুরের অংশ। সলমন,আয়ুশ ছাড়াও ‘দ্য দাবাং ট্যুর রিলোডেট’-এর অংশ দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, মণীশ পল, সাই মঞ্জরিরা। আপতত ‘টাইগার ৩'র শ্যুটিংয়ে ব্যস্ত সলমন। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘কভি ঈদ কভি দিওয়ালি’র মতো প্রোজেক্ট।