বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: সলমনের শো-র ৩ লাখের টিকিটে পাবেন অফুরান খাবার আর মদ! ৬৯৯ টাকায় বসতে হবে মাটিতে
পরবর্তী খবর
Salman Khan: সলমনের শো-র ৩ লাখের টিকিটে পাবেন অফুরান খাবার আর মদ! ৬৯৯ টাকায় বসতে হবে মাটিতে
1 মিনিটে পড়ুন Updated: 12 May 2023, 08:56 AM ISTTulika Samadder
১৩ বছর পর ভাইজান আসবে কলকাতায়। টগবগিয়ে ফুটছে ভক্তরা। কোথা থেকে টিকিট কাটবেন, কত টাকা দিতে হবে, দেখে নিন এক নজরে।
সলমন খানের দাবাং ট্রিপের কলকাতা শো-র টিকিটের দাম কত?
শনিবার ১৩ মে কলকাতায় আসছেন সলমন খান। দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় পা রাখবেন তিনি। ইতিমধ্যেই পড়ে গিয়েছে সাজোসাজো রব। ইস্টবেঙ্গল মাঠে হতে চলা এই শো-র টিকিট নিয়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে হুড়োহুড়ি। পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে। আর সলমনের শো-র টিকিটের মূল্য ছাড়িয়ে গিয়েছে মাসখানেক আগে হওয়া অরিজিৎ সিং-এর শো-কেও। দেখে নিন চট করে।
দর্শকদের বসার জায়গাকে ৮টি জোনে ভাগ করা হয়ছে। সবথেকে কম দামের টিকিট ৬৯৯ টাকায়। এক্ষেত্রে আপনাকে মাটিতে বসে দেখতে হবে। আর তারপর রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে পকেট খসাতে হবে ১৫০০ টাকা। এরপর টাইগার জোন। এখানেও আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ টাকার।
বসতে পারবেন ২৫০০ টাকার উপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ টাকা, সুলতান জোন ৬০০০ টাকা, ওয়ান্টেড জোন ৬০০০ টাকা, রেডি জোন ১২ হাজার, দাবাং জোন ৬০ হাজার টাকা। দাবাং জোনে আপনাকে সোফা দেওয়া হবে। ৬০ হাজার টাকায় এন্ট্রি রয়েছে দু জনের।
রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ, গোল্ড লাউন্জ ২ লাখ আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ। এই তিন লাউঞ্চেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা। আরও পড়ুন: বাবা দেবাশিস কুমারের বউ ভাবত ‘মোটা’ দেবলীনাকে! বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী