Salman Khan outfit:শুক্রবার ৫৬ বছরে পা রেখেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করেছেন তিনি। আরবাজের জন্মদিন পার্টিতে যোগ দিতে এসে পাপারাজ্জিদের জন্য পোজ দেন সলমন খান।
আরবাজ খানের জন্মদিন পার্টিতে যোগ দিতে এসেছেন সলমন খান।
শুক্রবার রাতে ভাই আরবাজ খানের জন্মদিনের পার্টিতে যোগ দেন অভিনেতা সলমন খান। অনুষ্ঠান স্থলে প্রবেশের সময়কার সলমনের বেশ কিছু ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দেন সলমন।
গোলাপি এবং ধূসর পোশাক বেছে নেন সলমন
ইনস্টাগ্রামে এক পাপারাজ্জো অ্যাকাউন্টের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ভাইয়ের জন্মদিনের বিশেষ দিনে পোশাক হিসেবে একটি ধূসর জ্যাকেটের নীচে একটি কালো টি-শার্ট বেছে নিয়েছিলেন সলমন। প্রিন্টেড গোলাপি ডেনিম এবং কালো জুতো পরেছিলেন। এক হাত ফিরোজা ব্রেসলেট এবং বাম হাতে রুপোলি রঙের ফিরোজা ঘড়ি পরতে দেখা গিয়েছে। আরও পড়ুন: এই ক্রিকেট অ্যাঙ্কারকে দেখে ঘায়েল নেটপাড়া, দেখুন আগুন মার্কা ছবি
সলমনের পোশাকে ভক্তদের প্রতিক্রিয়া
ভেন্যুতে প্রবেশের আগে অভিনেতা অনুষ্ঠানস্থলে অবস্থানরত পাপারাজ্জিদের জন্য পোজও দেন। ভিডিয়োতে সলমনের পোশাক দেখে এক ভক্তের মন্তব্য, ‘ভাইজান এটা বার্বি-অনুপ্রাণিত প্যান্ট নাকি? আমি তো অবাক’। অপর এক নেটিজেন লেখেন, ‘ও একা বার্বি ওপেনহাইমারকে প্রচার করছে’। কেউ মন্তব্য করেছেন, ‘সলমনও বার্বি চ্যালেঞ্জ করছে’। শুক্রবার ৫৬ বছরে পা রাখলেন আরবাজ খান।