২০১৭ সালে মীরা রাজপুত শিশুদের কুকুরছানার সঙ্গে তুলনা করে রীতিমতো ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, দুই সন্তানের মা মীরা নিজের বলা সেই কথাগুলোর জন্য করলেন দুঃখপ্রকাশ। জানালেন, সেই সময় এমন মন্তব্য করার জন্য তিনি অনুশোচনায় ভোগেন।
বছর সাতেক আগে মীরা তাঁর বক্তব্যের জন্য চারদিক থেকে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে তাঁর মেয়ে ‘কুকুরছানা’ নয় এবং বিস্মিত হয়েছিলেন যে মহিলারা কেন সন্তান নিতে চাইবে, যদি তারা তাদের সঙ্গে সময় কাটাতেই না পারে।
ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকা রে, মীরা নিজের করা এই মন্তব্যটিকে ‘অন্যায্য’ বলে দাবি করেছেন।
কী বললেন তিনি
তাঁর মন্তব্য সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেলেন, ‘এক সময় এই মন্তব্যের জন্য আমাকে কোণে ঠেলে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে সেই কথার সঙ্গে নিজেই একমত হতে পারি না। আমি মনে করি, তারপর অনেকটাই বদলে গিয়েছি আমি।’
মীরা স্বীকার করেছেন যে তিনি বুঝতে পেরেছেন কেন তার মন্তব্যগুলি ভালভাবে নেওয়া হয়নি। ‘আমি বুঝতে পারছি কেন এটি ভালভাবে নেওয়া হয়নি। আমি মনে করি আমি একটি দুর্বল, সংবেদনশীল জায়গায় ছিলাম। আমি মনে করি আমি কেবল নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলাম যে, আমার পছন্দগুলিও বৈধ। আমি দুঃখিত এবং জানি যে অনেক লোক এতে আহত হয়েছিল।’, বললেন শাহিদ পত্নী।
সঙ্গে এই বিতর্কিত বিষয়টিকে নিজের জীবনের ‘টার্নিং পয়েন্ট’ হিসেবেও উল্লেখ করেন মীরা। জানান, সেই ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছিল এবং বুঝেছিলেন স্পটলাইটের নীচে বেঁচে থাকা খুব একটা সহজ নয়।
তিনি শেয়ার করেছেন যে, তিনি এখনও নিজের করা সেই মন্তব্যগুলির জন্য ঘৃণা পাচ্ছেন। তবে, সেই সময় তাকে সমর্থন করার জন্য তার স্বামী শহিদ কাপুরের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ করেন, ‘আমি মনে করি সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার সময় এসেছে। কাৎম জীবন পুরো বৃত্তে চলে। আর আপনি নিজের ভুল থেকেই শেখেন।’
২০১৭ সালে কী বলেছিলেন মীরা?
নারী দিবসের একটি অনুষ্ঠানে মীরা বলেছিলেন, ‘আমি আমার মেয়েকে নিজের মতো করে বড় করতে পারি, যেভাবে ঘর চালাতে চাই সেভাবেই করতে পারি। আমার নিজের মূল্যবোধে বাড়িকে রাখতে পারি। আমার বাড়িতে থাকতে ভালো লাগে। সন্তানের মা-র দায়িত্ব পালন করতে পছন্দ করি আমি।’
‘দিনে মাত্র ১ ঘণ্টা আমি আমার সন্তানের জন্য রাখতে চাই না। তারপর কাজের জন্য ছুটতে হবে। তাহলে কেন তাঁর জন্ম দিয়েছি। আমার সন্তান কোনও কুকরছানা নয়। একজন মা হিসেবে আমি সবসময় তার পাশে থাকতে চাই, তার বেড়ে ওঠা দেখতে চাই।’
২০১৫ সালে শাহিদের সঙ্গে বিয়ে হয়। যার জেরে দিল্লির লেডি শ্রী রাম কলেজের ছাত্রী মীরা ক্রমাগত লাইমলাইটে রয়েছেন। শাহিদের সঙ্গে তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।