
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২৯ নভেম্বর জাপানে মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা জাওয়ান। যা নিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। এই সিনেমায় বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল সিনেমা এখন জাওয়ান। তবে ব্যাবসার অঙ্ক যে আরও বাড়তে চলেছে, তা জাপানে মুক্তি থেকেই স্পষ্ট।
শাহরুখ খান এই নিয়ে টুইটারে লিখলেন, ‘#Jawan-এর জন্য জাপান থেকে যে ভালোবাসা বর্ষিত হয়েছে সে সম্পর্কে পড়ছি... আপনাদের সকলকে ধন্যবাদ এবং আশা করি আপনি আপনাদের চমৎকার দেশে এই ছবিটি উপভোগ করবেন। আমরা ভারত থেকে এটি তৈরি করেছি, যাতে সারা বিশ্বের মানুষ এটি উপভোগ করতে পারে... এবং আনন্দিত যে এটিকে বিশ্বব্যপী ভালোবাসা দেওয় হচ্ছে। এটি জাপানে (sic) যারা দেখেছেন তাদের সবাইকে আমার ভালবাসা এবং ধন্যবাদ।’
জওয়ান টুইন ডিস্ট্রিবিউশনের অধীনে জাপানের বাজারে প্রবেশ করেছে। অ্যাটলি এবং এসআরকে-এর জওয়ান একটি বিশাল হিট ছিল, ভারতে ৭৬১.৯৮ কোটি টাকা এবং আন্তর্জাতিক বাজারে ৩৮৬.৩৪ কোটি টাকা আয় করেছে। আর মোট আয় বর্তমানে ১১৪৮.৩২ কোটি টাকা।
আরও পড়ুন: ‘আমি তো স্তন্যপান করালেও…’! বিয়ের আগেই কি গর্ভে সন্তান, ঝাঁঝালো জবাব কাঞ্চন-বউ শ্রীময়ীর
জওয়ান টুইন ডিস্ট্রিবিউশনের অধীনে জাপানের বাজারে প্রবেশ করেছে। ছবিটির জন্য অ্যাডভান্সড বুকিং শুরু হয়েছিল ২০২৪ সালের ৫ জুলাই, মুক্তির চার মাস আগে, যা ভক্তদের মধ্যে উচ্চ প্রত্যাশাকে প্রতিফলিত করে।
আরও পড়ুন: ইয়ালিনি জন্মদিনের কেক কাটার আগে কামড় বসিয়ে চর্চায় ইউভান, রাজ-শুভশ্রীর ২ সন্তানের বয়সের ফারাক কত
২০২৩ সালে বক্স অফিসে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ৩টি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। জানুয়ারিতে পাঠান বিশ্বব্যাপী আয় মিলিয়ে ১০০০ কোটির ঘরে প্রবেশ করে। আর সেই বছরের দ্বিতীয় রিলিজ ছিল জাওয়ান। অদেখা অবতারে সামনে এসেছিলেন কিং খান।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল ১৫-র সেটে বাদশার উপর পায়রার মলত্যাগ, মুখটা একটুর জন্য…, ভাইরাল হল ভিডিয়ো
এদিকে খবর আসছে, মুক্তির দিনে ১৯৬০ টিকিট বিক্রি হয়েছে। আপাত হিসেবে ভারতীয় ছবির জাপানের বক্স অফিসের ফুট ফল রাখার অঙ্ক হিসেব করলে, রয়েছে শাহরুখের সিনেমা পাঁচ নম্বরে।
আরআরআর- ৮২৩০ টিকিট
সাহু- ৬৫১০ টিকিট
পাঠান-২২২০ টিকিট
সালার- ২২০০ টিকিট
জাওয়ান- ১৯৬০ টিকিট
রঙ্গস্থলম- ১৬১০ টিকিট
বাহুবলী ২- ১৩৮০ টিকিট
টাইগার ৩- ১৩০০ টিকিট
দঙ্গল-১২৬০ টিকিট
কেজিএফ ও কেজিএফ ২- ১০৯০ টিকিট
6.88% Weekly Cashback on 2025 IPL Sports