২১ ফেব্রুয়ারি ছিল কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ৮৭টা বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী। সাধারণত বেশি ঘটা করে জন্মদিন পালনে বিশ্বাসী নন কিংবদন্তি অভিনেত্রী। তবে এবার তাঁর জন্মদিনে বসেছিল চাঁদের হাট। এদিনের অনুষ্ঠানে দেখা গেল, প্রাক্তন দম্পতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়কে। তবে এই প্রাক্তন দম্পতি মুখোমুখি হয়েছিলেন কিনা সেটা স্পষ্ট নয়। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, আবির চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়রাও।
কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে বর্ষীয়ান অভিনেত্রী পিঙ্কির মাসি-ঠাম্মি হন। প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেই থাকেন পিঙ্কি ও তাঁর ছেলে ওশ। পিঙ্কির পোস্ট করা জন্মদিনের কোলাজ ভিডিয়োর একটা ছবিতে দেখা যাচ্ছে, সাবিত্রীর পাশেই বসে রয়েছেন দেবশ্রী রায়, তিনি ওইদিন পরে এসেছিলেন সাদা রঙের একটি ড্রেস, আর তাঁর ঠিক পাশেই কালো পোশাকে দেখা গেল পিঙ্কিকে। গোলাপি পাড় সবুজ শাড়িতে দেখা গেল সাবিত্রী চট্টোপাধ্যায়কে।
আরও একটি ছবিতে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়কে। তাঁর পায়ের কাছে বসে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর সাবিত্রীর পাশে রয়েছেন মমতা শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেখা মিলল দোলন রায়, বিশ্বনাথ বসু, অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেককেই। পোস্টের ক্যাপশানে পিঙ্কি লেখেন, ‘ঐক্য এক অবিচল শক্তি।’