
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তাঁরা নিজেরাই ২০২১ সালে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেও নানা সময় তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। কাদের কথা বলছি? রোমান শল এবং সুস্মিতা সেন। রোমানকে সবসময়ই সুস্মিতা সেনের প্রেমিক হিসেবেই পরিচয় দেওয়া হয়। এবার সেই বিষয়ে মুখ খুললেন তিনি। কী জানালেন?
আরও পড়ুন: জ্বালিয়ে দেওয়া হল হুমায়ূন আহমেদের শ্বশুরের পৈতৃক বাড়ি! বাংলাদেশে আটক লেখকের স্ত্রী শাওন!
২০১৮ সালে রোমান শল নিজেই ইনস্টাগ্রামে সুস্মিতা সেনকে মেসেজ করেন। সেই কথা থেকেই ধীরে ধীরে শুরু হয় তাঁদের প্রেম কাহিনি। কিন্তু ২০২১ সালে তাঁরা তাঁদের সম্পর্কে ইতি টানেন। যদিও এখনও তাঁদের মধ্যে দারুণ ভালো সম্পর্ক, বন্ধুত্ব। তবে তাঁদের সম্পর্কের শুরুর দিকগুলোতে রোমান নিজেই অভিনয় থেকে সরে দাঁড়ান। আর তারপরই শুরু হয় নানা ধরনের চর্চা। এমনকি তাঁকে সবসময়ই সুস্মিতা সেনের প্রেমিক হিসেবে পরিচয় দেওয়া হতে থাকে। কিন্তু লাগাতার এই পরিচয়ে পরিচিত হতে কেমন লাগে তাঁর? কী বলেছিলেন তিনি এই বিষয়ে? রোমানের কথায়, 'আমার মনে হয় না এটা আমার কেরিয়ারের জন্য কোনও ভাবে খারাপ। আমি যখন সম্পর্কে ছিলাম, আমি কাজ করছিলাম না। মানুষের তখন আমায় নিয়ে লেখার মতো কিছুই ছিল না, এক আমার সম্পর্ক ছাড়া। এখন আমি কাজ করা শুরু করেছি, এখন সেই বদল দেখতে পাই। এখন কেউ মেসেজ করলে সেটা আমার কাজের জন্যই করে।'
তিনি এই বিষয়ে আরও বলেন, 'আমি জানি না ওই পরিচয়টা কতটা খারাপ ছিল কারণ আমি প্রেমে ছিলাম। মানুষ আমায় নিয়ে কী বলছিল তাতে আমার কিছুই যেত আসত না। আমার কাছে ওটা আমার ভালো থাকা ছিল, আমি জানি ওই মানুষটার সঙ্গে আমি কী আর কতটা শেয়ার করেছি। কেউ কিছু বললে সেটা নিয়ে তাতে সমস্যা কোথায়? আমি আমার সম্পর্ক নিয়ে সবসময় গর্বিত ছিলাম। আমি গর্বিত ছিলাম যে আমি আমার প্রেমিকার নামে পরিচিত হচ্ছি। আপনি যদি কোনও মহিলার নামে পরিচিত হন তাতে পুরুষ হিসেবে কি আপনি ছোট হয়ে যান? আমার মনে হয় না। আমার মনে হয় না এতে খারাপ কিছু আছে। সবারই সম্পর্ক হয়, আছে। আমার মনে হয় না সেটা নিয়ে আলোচনা বা কাটাছেঁড়া করার এত কিছু আছে।'
সুস্মিতার থেকে কোন জিনিসটা সবথেকে বেশি শিখেছেন রোমান? এই বিষয়ে তিনি জানান, 'ওঁর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম। আর সেটা আমি এখনও আমার কাজে করি। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের গিয়ে জিজ্ঞেস করুন সবাই একটাই কথা বলবে যে আমি সত্যিই কঠোর পরিশ্রম করি, তাতে সেই কাজ পারি না পারি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports