Tumi Ashe Pashe Thakle: ট্রেনের ধাক্কায় কি শুরুর আগেই শেষ হয়ে যাবে দেব-পারোর প্রেম কাহানি? ‘তুমি আশে পাশে থাকলে’র ঝলক দেখে এমনই প্রশ্ন দর্শকদের মনে।
তুমি আশেপাশে থাকলে-র ঝলক সামনে
টেলিভিশনের পর্দায় ফিরছন 'দীপু' রোহন ভট্টাচার্য। লম্বা সময় মেগা সিরিয়াল থেকে দূরে ছিলেন অভিনেতা। স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘তুমি আশে পাশে থাকলে’-র হাত ধরে কামব্যাক করবেন নায়ক, সে কথা তো আগেই সামনে এসেছিল। এবার প্রকাশ্যে এল সিরিয়ালের রহস্যে মোড়া প্রোমো। এই সিরিয়ালে রোহনের নায়িকা হয়ে টেলিভিশন ডেবিউ করছেন অঙ্গনা রায়। যিনি বাংলা ওটিট মাধ্যমের অতি পরিচিত মুখ। আরও পড়ুন-তুমি আশেপাশে থাকলের হাত ধরে মেগা সিরিয়ালে কামব্যাক রোহনের! নায়িকার ভূমিকায় কে?