শীতের ছুটি জমে উঠেছে একসঙ্গে চার চারটি বাংলা ছবি মুক্তি পাওয়ায়। আর এই চারটির অন্যতম দেব অভিনীত খাদান এবং রাজ চক্রবর্তী পরিচালিত ও মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তান। বলাই বাহুল্য বক্স অফিসে দুই ছবির টক্কর জমেছে। আর তারপরই এদিন নাম না করে দেব অনুরাগীদের কটাক্ষ করতে দেখা গেল ঋত্বিককে।
আরও পড়ুন: সেটে মারাত্মক 'কড়া' সৃজিত! 'তোপসে' কল্পন বললেন, 'শুরুর দিকে খুব বকা খেয়েছি, তারপর...'
আরও পড়ুন: কমছে বাংলা ছবির সংখ্যা, অনির্বাণ বললেন, 'হয়তো এমন ছবি করতে পারছি না যেটা হলে দর্শকদের হলে টানবে'
কী ঘটেছে?
খাদান মুক্তি পাওয়ার পর থেকেই দেব অনুরাগী তো বটেই, ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্ব সহ নেটিজেনরাও বলছেন বহুদিন পর দেব আবার মাস ছবি নিয়ে এলেন। বাংলা ছবির ইন্ডাস্ট্রির স্বার্থেই এই ছবির বক্স অফিসে ভালো ব্যবসা করা উচিত। আর সেই তর্জমাকেই বিদ্রুপ করলেন এদিন ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক এদিন তাঁর পোস্টে লেখেন, 'চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!'
এরপর তিনি আরও লেখেন, 'আমিও ট্রেন্ড অনুযায়ী না -বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই তো সব অভিনেতা এরা আবার বাংলা সিনেমার ভালো করবে। এরা নিজেরাই নিজেদের দেখতে পারে না। মুম্বাইয়ের কেউ কখনও এটা করবে?' কেউ আবার লেখেন, 'কিছুই না, নিজেদের মধ্যে এরকম ঝামেলা দেখলে মানুষই বুঝতে পারবে না যাবে কোথায়। নধরের ভেলা দেখার অপেক্ষা রইল!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দাদা আপনার কষ্টটা কেউ বুঝবে না, আমি বুঝি এই কষ্টটা। তবে মন ভালো করার জন্য একটা ছবি দেখতে পারেন। খাদান বলে একটা বাংলা ছবি খুব এন্টারটেনমেন্ট হয়েছে দেখতে পারেন। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এত হিংসে কেন মনে? এই ভাবে বড় হওয়া যায় না।'
খাদান এবং সন্তানের বক্স অফিস কালেকশন
দেব জানিয়েছেন প্রথম দিনেই খাদান ছবিটি বক্স অফিসে ১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তিন দিনে প্রায় দুই কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আয়ের পরিমাণ। অন্যদিকে সন্তান ছবিটি বক্স অফিসে কত আয় করেছে সেটা এখনও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়নি। তবে দর্শকদের থেকে দুটো ছবিই দারুণ সাড়া পাচ্ছে।
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
সদ্য মুক্তি পাওয়া ৪ বাংলা ছবি
২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ৪ টি বাংলা ছবি, তালিকায় আছে প্রতিম ডি গুপ্তর ক্রাইম থ্রিলার চালচিত্র, দেব এবং যিশু অভিনীত, সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান, রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তান ও মানসী সিনহা পরিচালিত ৫ নম্বর স্বপ্নময় লেন। চারটি ছবি চারটি জ্যরের।