ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর অভিনয় ক্ষমতা সম্পর্কে বাংলার সিনে প্রেমিরা খুব ভালো ভাবে অবগত। কিন্তু বিগত কিছু দিন সমাজমাধ্যমের পাতায় করা তাঁর নানা পোস্টের কারণে তিনি ‘সন্তান’ ছবিতে মিঠুন চক্রবর্তীর কুলাঙ্গার পুত্র থেকে বাস্তবে দেব-ভক্তদের চোখে ‘ভিলেন’ হয়ে ওঠেন। তবে এবার সবাইকে চমক দিয়ে অভিনেতা জানালেন তিনি বাঙালির হিরো ‘ব্যোমকেশ'।
আগে 'গোড়া' হোক বা 'অচিন্ত্য আইচ' বহু গোয়েন্দা চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা। আর এবার নাকি তিনি বাংলার সত্যান্বেষী ‘ব্যোমকেশ'। সোমবার সকালে সমাজমাধ্যমের পাতায় একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ঋত্বিক। সেখানে তাঁকে মোটা ফ্রেমের চশমা পরে, ব্যোমকেশের কায়দায় গায়ে চাদর জড়িয়ে, চায়ের কাপ হাতে দেখা যায়। ছবিটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘ব্যোমকেশের ছদ্মবেশে কমকেশ।’
আরও পড়ুন: বিয়েতে লাল বেনারসী পরবেন না শ্বেতা! তবে কেমন সাজবেন নায়িকা? বৌভাতের সাজেও থাকবে বড় চমক
নিছকই মজার ছলে এই পোস্ট, নাকি সত্যি তিনি 'ব্যোমকেশ' রূপে ধরা দেবেন পর্দায়? সে কথা অবশ্য খোলসা করেনি অভিনেতা। এর আগে অভিনেতাকে 'ব্যোমকেশ'-এর সহকারী লেখক বন্ধু 'অজিত'-এর চরিত্রে দেখা গিয়েছে, তবে এবার তাঁকে 'সত্যান্বেষী'র বেশে দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত।
অভিনেতার এই পোস্ট দেখেই তাঁরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, 'ক্যাপশন টা দারুণ , দেখাচ্ছেও আমাদের কমকেশ কে ফাটাফাটি।' তাঁর বেশ কিছু অনুরাগী অভিনেতার আগের করা বহু গোয়েন্দা চরিত্রের রেশ টেনেও নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘ব্যোমকেশ এর ছদ্মবেশে গোড়া’। আর একজন লেখেন, ‘অচিন্ত্য আইচের হাতে কেস না কমলেই হল।’ আর একজন মজার ছলে লেখেন, ‘কেস খাওয়ার সম্ভাবনাও কমে গেল তাহলে! যত কেশ, তত কেস। শুধু চলের মুঠিটা ঠিকঠাক বাগে এলেই হল।’
আরও পড়ুন: বক্স অফিসে ফার্স্টবয় দেব, পিছিয়ে নেই রুক্মিণীও! বছর শেষে বিরাট প্রাপ্তি নায়িকার, সুখবর দিলে সৃজিত
প্রসঙ্গত, অভিনেতা শেষ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে বেশ কিছু পোস্টে তাঁকে দেব অনুরাগীদের উদ্দেশ্যে নানা বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। যেমন তিনি একটি পোস্টে লিখে ছিলেন, ‘শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত’। বহু বছর ধরে দেব ভক্তদের স্লোগান- ‘শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবদার চরম ভক্ত।’ সেই স্লোগানের প্রতি অভিনেতার এই কটূক্তি বলে অনেকে মনে করেছিলেন।
মার্জিত এই অভিনেতার থেকে এমন ব্যঙ্গ অনেকেই আশা করেনি। তাই দেব-অনুরাগীদের পাশাপাশি অভিনেতার অনেক গুণমুগ্ধ ভক্তও তাঁর এই আচরণে বেশ বিব্রত হয়েছিলেন পড়েছিলেন। পড়ে অবশ্য ঋত্বিক নিজেই এই ঘটনার সাফাই দিয়ে বলেছিলেন, 'ভাল করে পড়লে দেখা যাবে, না জেনে সিনেমার ব্যবসা, কমার্স নিয়ে মন্তব্য করা নেটাগরিক বা কটাক্ষকারীদের ব্যঙ্গ করে এই পোস্ট করা হয়েছিল।’ পাশাপাশি তিনি এও জানিয়ে ছিলেন ‘খাদান’ বা দেব কারুরই নিন্দা করেনি তিনি।
তবে এবার সেই সব বিতর্ক পিছনে ফেলে ফের নিজেকে নায়কের অবতারে মেলে ধরলেন অভিনেতা। নিজেকে নিয়ে মজার ছলে এই পোস্ট করলেও অনেকের ধারনা পর্দা হোক বাস্তবে নিজের 'ভিলেন' ইমেজ ভাঙতেই নাকি এমন পোস্ট অভিনেতার।