প্রসনেজিৎ-ঋতুপর্ণা অভিনীত সেই আইকনিক গান ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’। নায়িকা এক থাকলেও এবার সেখানে নেই প্রসনেজিৎ, তাঁর বদলে আছেন জিতু কমল। ভাবছেন ব্যাপার কী? আসলে 'শ্বশুর বাড়ি জিন্দাবাদ'-এর তালে এক পার্টিতে জিতুর সঙ্গে কোমর দোলালেন!
‘সিনিয়র, কিন্তু আমাদের জায়গা দেন…’! নাচ ঋতুপর্ণার সাথে, ভিডিয়ো দিয়ে কী লিখল জিতু
সেই ৯০-এর দশক থেকে এখনও পর্যন্ত বাঙালি বিয়ে এই গান ছাড়া অসম্পূর্ণ। শুধু বাঙালি সিনে-প্রেমি মানুষজন নয়, বহু বাঙালি তারকাও তাঁর বিয়েতে এই গানের তালে নেচেই এন্ট্রি নিয়েছেন। নিশ্চয়ই বুঝে ফেলেছেন কোন গানের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন প্রসনেজিৎ-ঋতুপর্ণা অভিনীত সেই আইকনিক গান ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’। নায়িকা এক থাকলেও এবার সেখানে নেই প্রসনেজিৎ, তাঁর বদলে আছেন জিতু কমল। ভাবছেন ব্যাপার কী? আসলে 'শ্বশুর বাড়ি জিন্দাবাদ'-এর তালে এক পার্টিতে জিতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা সেনগুপ্ত!
নিজেই সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে নেন জিতু। ভিডিয়ো প্রকাশ করে 'সিনিয়র' নায়িকার প্রশংসায় পঞ্চমুখ জিতু। নায়ক লিখলেন, ‘তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।’
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
ছোট পর্দার মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন জিতু কমল। একাধিক ধারাবাহিকে কাজ করার পর বড় বর্তমানে বড় পর্দাতেও বেশ কয়েকটি কাজ করে ফেলেছেন নায়ক। টলিপাড়ার নানা পার্টিতে এখন তাঁর অবাধ বিচরণ। তেমনই এক অনুষ্ঠানে গিয়ে ঋতুপর্ণার সঙ্গে নাচ করলেন জিতু। তাঁদের সেই নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করে নেন নায়ক।