৮ অক্টোবর বড়পর্দায় আসছে 'বহুরূপী'। আপাতত তাই তারই প্রচারে ব্যস্ত ছবির তারকারা। এই ছবির প্রচারে দেখা যাচ্ছে ঋতাভরী-আবির, কৌশানি-শিবপ্রসাদ-নন্দিতা রায়, সকলকেই। তেমনই ১ অক্টোবর, 'বহুরূপী'র ট্রেলার লঞ্চে হাজির ছিলেন এরাঁ সকলেই।
এদিকে ১ অক্টোবরই ছিল ঋতাভরীর বয়ফ্রেন্ডের জন্মদিন। যেটা সেলিব্রেট করার জন্য আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু নাহ, বাধ সাধল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। হ্য়াঁ, বেছে বেছে ১ অক্টোবর দিনটিই ট্রেলার লঞ্চের জন্য বেছে নিয়েছিলেন ছবির দুই নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়।
আর তাই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়ে সকলের উদ্দেশ্যে ঋতাভরী বলেন, ‘ছবির প্রমোশনের জন্য ডেট দেওয়া হচ্ছিল। আমি তখন আমার ম্যানেজারকে বলেছিলাম, আর যাই হোক ১অক্টোবরটা কোনও ডেট রেখো না, ওইদিন আমি কোনও প্রমোশনে যেতে পারব না। ওইদিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বম্বে যেতে হবে। ঠিক কয়েকদিন আগে, সমস্ত প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমি বম্বে যাব আবার পরদিন সকালেই ফিরে আসব। শোনা গেল, ওই একটা দিনই সবার ডেট পাওয়া গিয়েছে ট্রেলার লঞ্চের জন্য। '
আরও পড়ুন-বেআইনিভাবে টাকা আত্মসাৎ-এর অভিযোগ নাগার্জুনের বিরুদ্ধে, উঠল গ্রেফতারের দাবি