
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক। মূলত ছোট পর্দা দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ইষ্টি কুটুম, এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিনের মতো ধারাবাহিক দিয়ে বাংলার ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। এখন অবশ্য সিনেমা-সিরিজেই দেখা যায় তাঁকে। ঋষির শেয়ার করা সেই ভিডিয়োটি ছিল মূলত এক স্বামী-র হয়ে বানানো, যে স্ত্রীর থেকে ডিভোর্স চায়। মদ্যপান-ধূমপানে আসত্ত স্ত্রীর হাত জর্জরিত-অত্যাচারিত।
ঋষি কৌশিকের এই পোস্ট আসে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ডিভোর্স চর্চার মাঝে। ফলে খুব স্বভাতই মানুষ দুইয়ে দুইয়ে চার করে, নিজের জীবনের গল্পই শোনাচ্ছেন। সেই অত্যাচারিত স্বামীটি তিনি, ও অত্যাচারী স্ত্রী তাঁর বউ দেবযানী। এমনকী ভিডিয়োতে ‘বিয়ের বয়স ১২’, ‘স্বামী-স্ত্রীর আলাদা আলাদা পেশা’-র মতো একাধিক কথা বলেছিলেন ঋষি। যা তাঁর বাস্তব জীবনের সঙ্গে মিল খায়। কারণ ঋষি-দেবযানী কদিন আগেই ১১ বছরের বিবাহবার্ষীকি পালন করেন। আর ঋষি অভিনেতা হলেও, দেবযানী আইটি-তে কর্মরত।
আরও পড়ুন: ‘কর্তার ইগো মেটানোর ফাঁদে পা…’, টলিউডের ঝামেলায় প্রসেনজিৎকে কেন নিশানা রাণার?
তবে রবিবার এমন একটি ভিডিয়ো এল, যা দেখে মনে হচ্ছে, এসবই ছিল প্রোমোশনের খেলা। বেশ কয়েকদিন নিজেকে ‘দুঃখী’ দেখানো ঋষির হাসিমুখে ভিডিয়ো এল। ঘোষণা করলেন, তাঁর নতুন একটি প্রোজেক্ট আসছে। কী গল্প, কোথায় আসছে, সেসব তিনি পরে বলবেন!
আরও পড়ুন: অর্জুনের ডিভোর্সের খবর তুঙ্গে! এরই মাঝে স্ত্রী সৃজাকে নিয়ে ঘটালেন বড় কাণ্ড
এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘এতদিন তাহলে নাটক করছিলেন?’ দ্বিতীয়জন লেখেন, ‘একটু প্রোমোশনের জন্য খামোখা নিজের স্ত্রীকে এতটা ছোট করলেন।’ তৃতীয়জন লিখলেন, ‘ভগবান জানে কোনটা সত্যি!’
আরও পড়ুন: রণবীর কাপুর কি ‘রেড ফ্ল্যাগ’? যে কারণে বরের সামনে গলা তোলার সাহস দেখান না আলিয়া
সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় না থাকলেও, মাঝেমধ্যেই বউ দেবযানীর সঙ্গে ছবি শেয়ার করতেন অভিনেতা। এমনকী, মাসখানেক আগেও করেছিলেন। আলাদা আলাদা পেশাচতে কাজ হলেও, সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়তেন ঋষি-দেবযানী। প্রেমমাখা ছবি দেখে ‘পাওয়ার কাপল’ লিখত নেটিজেনরা। এমনকী, কর্তা-গিন্নি দুজনেরই স্বভাব ছিল নানা ধরনের আজব খাবার চেখে দেখা। তা সে জেব্রার মাংস হোক বা মাকড়সা। সব ধরনের পদই হত চেটেপুটে ফিনিশ!
আদৌ বিবাহিত জীবনের ঝামেলা, না প্রোমোশন, তা জানতে আরও না হয় খানিক অপেক্ষা করি আমরা, সঙ্গে আপনারাও!
৳7,777 IPL 2025 Sports Bonus