বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi Dogra on Dunki: ডাঙ্কি দেখে মুগ্ধ শাহরুখের 'জওয়ান'- এর 'মা', লিখলেন, 'আমার ছেলের জন্য গর্বিত…'
পরবর্তী খবর
Riddhi Dogra on Dunki: ডাঙ্কি দেখে মুগ্ধ শাহরুখের 'জওয়ান'- এর 'মা', লিখলেন, 'আমার ছেলের জন্য গর্বিত…'
1 মিনিটে পড়ুন Updated: 23 Dec 2023, 11:44 AM ISTSubhasmita Kanji
Riddhi Dogra on Dunki: সদ্যই মুক্তি পেয়েছে ডাঙ্কি। সেই ছবি দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন রিদ্ধি ডোগরা।
ডাঙ্কি দেখে মুগ্ধ শাহরুখের 'জওয়ান'- এর 'মা'
সদ্যই মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি। আর এই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন শাহরুখের আগের ছবির মা রিদ্ধি ডোগরা। সেই কথা আবার ফলাও করে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেনও। জানালেন তিনি গর্বিত শাহরুখকে নিয়ে।
ডাঙ্কি প্রসঙ্গে কী লিখলেন রিদ্ধি?
জওয়ান ছবিতে আজাদ রাঠোরের পালিতা মা তথা মহিলা জেলের প্রাক্তন জেলারের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সেই রিদ্ধি ডোগরা এদিন ডাঙ্কি ছবিটি দেখতে গিয়েছিলেন। তারপর এসে জানালেন তাঁর প্রতিক্রিয়া।
এদিন রিদ্ধি তাঁর টুইটারে ডাঙ্কির বিষয়ে লিখতে গিয়ে জানান, 'ডাঙ্কি দেখছি। ইন্টারভালের সময় লোকজন আমায় দেখে দাঁড়িয়ে পড়ছেন এবং জওয়ানের মা বলে ডাকছে।' তাঁর পোস্ট থেকেই স্পষ্ট যে তিনি বিষয়টায় বেশ মজা পেয়েছেন। তাঁর কাজ যে সবাই মনে রেখেছেন, তাঁকে শাহরুখ তথা জওয়ানের মা হিসেবে মনে রেখেছেন এটা দেখে ভারী খুশি তিনি।