পাঠান বা জওয়ান যে দাপট দেখিয়েছিল ডাঙ্কি যেন সেখানে অনেকটাই ফিকে। এই বছর মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবির শুরুটা খুব একটা জোরের সঙ্গে ভালো হল না। প্রথমদিনের পর দ্বিতীয় দিনেও আগের দুই ছবির তুলনায় অনেকটাই কম আয় করল ডাঙ্কি। রিপোর্ট অনুযায়ী বক্স অফিসে শাহরুখের ডাঙ্কি দ্বিতীয় দিনে মাত্র ২০ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথমদিন এটির আয় ছিল মোট ৩০ কোটি।
ডাঙ্কি ছবির বক্স অফিস কালেকশন
দুইদিনে বক্স অফিসে ডাঙ্কি সর্ব মোট ৪৯.২০ কোটি টাকা আয় করেছে। শুক্রবার মোটামুটি ৩১.২২ শতাংশ অকুপেন্সি ছিল এই ছবির। মুম্বই এবং চেন্নাইতে সব থেকে বেশি হলের আসন ভর্তি ছিল। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিনে বক্স অফিসে ডাঙ্কি মাত্র ২০ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথম দিন এটি ৩০ কোটি আয় করেছিল।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা যদিও আবার জানিয়েছেন যে 'ডাঙ্কি দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ২১ কোটি টাকা আয় করেছে।'
আরও পড়ুন: মালাইকাকে দেখেই মডেল হওয়ার সাধ জাগে ক্যাটরিনার মনে! বললেন, 'ওকে খুব ফলো করতাম, তাই তো...'
আরও পড়ুন: বিয়ের মরশুমে প্রেমে ফেলতে প্রস্তুত অনুপম! আসছে ‘বাউন্ডুলে ঘুড়ি’র নয়া ভার্সন
বিশ্বজুড়ে কত আয় করল ডাঙ্কি?
শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এদিন নিজে ডাঙ্কির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের বিষয়ে একটি তথ্য পোস্ট করেন। তিনি তাঁর পোস্টে লেখেন, 'গোটা বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছে এই ছবি। ৫৮ কোটি টাকার ব্যবসা করেছে ডাঙ্কি বিশ্বজুড়ে।'
ডাঙ্কি প্রসঙ্গে
ডাঙ্কি ছবিটির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন রাজকুমার হিরানি এবং শাহরুখ খান। এখানে শাহরুখ খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। হার্ডি সিং এবং তাঁর বন্ধুরা ডঙ্কি পদ্ধতিতে কীভাবে বিদেশ যায় এবং নিজেদের স্বপ্নপূরণ করার আশায়, তারপর তাঁদের সঙ্গে কী হয় সেটা নিয়েই এই ছবি।