রিয়া লিখেছেন, 'এটা আমার দিদার শাড়ি। ১০০ বছরের পুরোনো। এটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, যা আমার কাছে বিশেষ কিছু'। লালপাড়, সাদা শাড়ির সঙ্গে সোনার কানের দুল আর ছোট্ট টিপে দেখা যাচ্ছে রিয়াকে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। এক্কেবারে ছিমছাম সাজেও নেটপাড়ার বহু নাগরিককে মুগ্ধ করেছেন রিয়া।
রিয়া চক্রবর্তী
পুজো শেষ, সকলেই ব্যস্ত দেবী বরণ করে 'মা' দুর্গাকে এই বছরের মতো বিদায় জানাতে। চলছে বিজয়ার শুভেচ্ছা বিনিময়। এদিকে এই বিজয়া দশমীতে বিশেষ কারণে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণটা, আর কিছুই নয়, বিজয়া দশমীতে রিয়া চক্রবর্তীর সাজ-পোশাক। কিন্তু কী এমন পরেছেন রিয়া!
দশমীতে রিয়া পরেছিলেন তাঁর দিদার ১০০ বছরের পুরনো একটা শাড়ি। যেটা বংশ পরম্পরায় রিয়া চক্রবর্তী পেয়েছেন। বিজয়া দশমীতে নিজের সাজগোজের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিয়া লিখেছেন, ‘শুভ বিজয়া দশমী’,লিখেছেন, 'এটা আমার দিদার শাড়ি। ১০০ বছরের পুরোনো। এটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, যা আমার কাছে বিশেষ কিছু'। লালপাড় সাদা শাড়ির সঙ্গে সোনার কানের দুল আর ছোট্ট টিপে দেখা যাচ্ছে রিয়াকে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। 'ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি', এক্কেবারে ছিমছাম সাজেও নেটপাড়ার বহু নাগরিককে মুগ্ধ করেছেন রিয়া। বহু নেটনাগরিকই রিয়ার বাঙালি সৌন্দর্যের প্রশংসা করেছেন।