এখনও বলিউডে আনুষ্ঠানিকভাবে নাম লেখাননি রাশা থাডানি। তবে এই স্টারকিডকে নিয়ে চর্চার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় রবিনা ট্যান্ডন কন্যা। প্রায়শই মা-মেয়ে একসঙ্গে ছবি পোস্ট করেন। সদ্য সিঙ্গাপুরে টেইলর সুইটের লাইভ কনসার্টে যোগ দিয়েছিলেন রবিনা-রাশা। কনসার্ট উপভোগ করে সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী।
শেয়ার করে ভিডিয়োতে দেখা গিয়েছে, লাইভ কনসার্টে দুর্দান্ত উপভোগ করছেন রবিনা এবং রাশা। ভিডিয়োতে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে রাশাকে। গানের তালে তালে গলা মেলাচ্ছেন রবিনা। ছবি এবং ভিডিয়ো শেয়ার করে রবিনা লিখেছেন, ‘শুধু মা মেয়ের কাণ্ড’। ভালোবাসা ইমোজি দিয়ে রবিনা mygirls এবং bffs এর মত হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
আরও পড়ুন: বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন, কীভাবে নিজেকে সামলান, মুখ খুললেন আয়ুষ্মান
সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় রাশার ইনস্টা-ফলোয়ার সংখ্যা মাথা ঘুরিয়ে দেবে। রবিনা ট্যান্ডনের মেয়ে বলে কথা! হবে নাই বা কেন? গত বছর থেকেই রাশার বলিউড ডেবিউয়ের জল্পনা তুঙ্গে। আগেই শোনা গিয়েছিল অভিষেক কাপুরের হাত ধরে বলিউড জার্নি শুরু করবেন রাশা।