বিগত বেশ কয়েক মাস ধরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাড়ুকোনের মধ্যে চলতে থাকা সমস্যা নিয়ে উত্তাল হয়েছে নেটপাড়া। সদ্য মা হওয়া অভিনেত্রী সারা দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন যার ফলে পরিচালকের আগামী ছবি স্পিরিট থেকে বাদ পড়ে গিয়েছিলেন দীপিকা।
কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়নি। দীপিকার ৮ ঘন্টা কাজ করার বিষয়টি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর টলি থেকে বলি, একাধিক অভিনেতা-অভিনেত্রী নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। অজয় দেবগন থেকে প্রিয়াঙ্কা সরকার, কাজল থেকে রানা দগ্গুবতী সকলেই এই বিষয়টি নিয়ে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
এবার দীপিকা নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বলে রাখা ভালো, সন্দীপের অ্যানিমেল সিনেমায় অভিনয় করেছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। দীপিকার ৮ ঘন্টার কাজের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রীর অকপট মন্তব্য, ৮ ঘন্টা কেন সিনেমার স্বার্থে ১২ ঘন্টাও কাজ করতে হবে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকার বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই এটি তাঁর ব্যক্তিগত ব্যাপার। চুক্তি সই করার আগে পরিচালকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে নেওয়া উচিত। তবে আমি অনেক ইন্ডাস্ট্রিতেই কাজ করেছি, সকলের নিয়ম আলাদা হয়।’
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
অভিনেত্রী বলেন, ক'ন্নড়, তামিল, তেলুগু ছবিতে যেমন আমি ৮ ঘন্টা কাজ করেছি তেমন হিন্দি ছবিতে কাজ করতে হয়েছে ১২ ঘন্টা। তবে একসঙ্গে একটানা ৩৬ ঘন্টাও কাজ করেছি আমি। সবথেকে কষ্টকর পরপর ৩ দিন বাড়ি ফিরতে না পারা, ব্যাপারটা সত্যি ভীষণ কষ্টকর।'
অভিনেত্রী আরও বলেন, ‘তবে দিনের শেষে আমার কাজের ক্ষেত্রে যদি ১২ ঘন্টা বা ১৬ ঘন্টা প্রয়োজন হয় তাহলে আমি সেটা দিতে বাধ্য। রশ্মিকার কথা শুনে স্পষ্ট, তিনি দীপিকার সঙ্গে মোটেই একমত নন।’