বর্তমানে একজন জনপ্রিয় এবং পডকাস্টার হলেন রণবীর আল্লাহবাডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় তিনি। রণবীরের অতিথি হয়ে এসেছেন বহু গণমান্য ব্যক্তিরা। সম্প্রতি গোয়ায় বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন রণবীর। গোয়ার একাধিক ছবি পোস্ট করলেও বান্ধবীর মুখ প্রকাশ্যে আনেন নি তিনি। স্বাভাবিকভাবেই রণবীরের গার্লফ্রেন্ডের পরিচয় নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা।
গত ২৫ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম পোস্টে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে রণবীর লেখেন, ছোট থেকেই সাঁতার কাটতে ভালোবাসি। কিন্তু হঠাৎ করে গতকাল জলের স্রোতে ভেসে যাচ্ছিলাম। এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু তখন কেউ সঙ্গে ছিল না। একা একা সাঁতার কাটা সহজ কিন্তু কেউ থাকলে তা কঠিন হয়ে যায়। আমরা দুজনে ভালো সাঁতারু হওয়া সত্ত্বেও সেদিন যদি আশেপাশের মানুষ সাহায্য না করতেন তাহলে কি হতো বলা মুশকিল।
আরও পড়ুন: ‘ক্যানসারের কারণে…’ শৈশবের প্রেমকে আজও ভুলতে পারেননি বিবেক ওবেরয়?
রণবীর আরও লিখেছিলেন, একটা সময় আমি প্রচুর পরিমাণে জল গিলে ফেলেছিলাম। কিছুটা সময় ঝিমিয়ে পড়েছিলাম। তখনই সাহায্যের জন্য চিৎকার করি। আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন একজন আইপিএস অফিসার এবং একজন আইআরএস অফিসার। যারা আমাদের রক্ষা করেছেন তাঁদের অশেষ কৃতজ্ঞতা জানাই। ২০২৪ সালের এই ক্রিসমাস সারা জীবন মনে থাকবে আমার। আশা করি আগামী বছর আমাদের জন্য আরও শিক্ষণীয় হয়ে উঠবে।
রণবীর সুস্থ রয়েছেন এই কথা জেনে ভীষণ খুশি হয়েছেন ভক্তরা। তবে এত কিছুর মধ্যেও রণবীরের গার্লফ্রেন্ডের পরিচয় জানতে কিন্তু ভোলেননি নেট দুনিয়ার বাসিন্দারা। গোয়ার বিভিন্ন ছবি পোস্ট করলেও কোনও ছবিতে বান্ধবীর মুখ প্রকাশ্যে আনেননি রণবীর। প্রত্যেকটি ছবিতেই একটি করে সূর্যমুখীর ইমোজি পোস্ট করে দিয়েছেন গার্লফ্রেন্ডের মুখের ওপর।
আরও পড়ুন: তুঙ্গে খাদান বনাম সন্তানের চর্চা, তার মাঝেই দেব বললেন, 'আমার কাছে SVF মানেই...'
আরও পড়ুন: ৫৯তম জন্মদিনে ভাইজান ধামাকা! বর্শা হাতে অ্যাকশন মুডে ‘সিকান্দর’ সলমন, দেখুন পোস্টার
রণবীরের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সকলেই ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছেন বান্ধবীর পরিচয় জানার জন্য। কেউ কেউ আবার এও বলেছেন, এইজন্যই হয়ত বিগত বেশ কয়েকদিন ধরে বিয়ে নিয়ে পডকাস্ট আসছে সোশ্যাল মিডিয়ায়। সামনেই বিয়ে মনে হচ্ছে!! অনেকে আবার রণবীরের সুস্থভাবে ফিরে আসার জন্য বান্ধবীকে ‘লেডি লাক’ বলে অভিহিত করেছেন।