বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukherji: শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রানি, কোলে করে নিয়ে যেতে হয়েছিল বরফ থেকে!
পরবর্তী খবর
Rani Mukherji: শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রানি, কোলে করে নিয়ে যেতে হয়েছিল বরফ থেকে!
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 04:40 PM ISTSubhasmita Kanji
Rani Mukherji: শাহরুখের সঙ্গে নাচতে গিয়ে ঠান্ডায় জমে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। অতীতের স্মৃতি হাতড়ে কী বললেন?
Ad
শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রানি
রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিতে বরফের মধ্যে শিফন শাড়ি পরে নেচেছিলেন আলিয়া ভাট। সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি করণ জোহর অভিনেত্রীর কতটা কষ্ট হয়েছিল সেটা বলেছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। তিনি গালাট্টা প্লাস মেগা প্যান ইন্ডিয়া রাউন্ডটেবিল ২০২৩ এ এসে রানি মুখোপাধ্যায় জানালেন এমন ভাবে বরফে নাচার অভিজ্ঞতার কথা। অভিনেত্রী জানান কভি আলভিদা না কেহনা ছবির তুমহি দেখো না গানটি মাইনাস ১৪ ডিগ্রিতে শিফন শাড়ি পরে শুট করেছিলেন। অভিনেত্রী জানান রীতিমত জমে গিয়েছিলেন সেই সময়।
করণ যখন জানান আলিয়া তুম কেয়া মিলে গানে শিফন পরে কষ্ট করে নেচেছেন, তখন রানি জানান তাঁদের সময় কেউ জিজ্ঞেস পর্যন্ত করতেন না যে তাঁর ঠান্ডা লাগছে কিনা। রানি জানান, 'আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম ওই গানটিতে। আর আমি পুরো ঠান্ডায় জমে গিয়েছিলাম। হাঁটতে পর্যন্ত পারছিলাম না। আমার এক ভাই আমাকে আমাকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। গানটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার ঠোঁট পুরো জমে গেছে।'
এরপর করণ জোহর বলেন, 'আমি তখন মাইনাস ১৪ ডিগ্রিতে বলেছিলাম আমার বৃষ্টি চাই। রেন মেশিন আনা হয়। কিন্তু ওদের কাছে বৃষ্টির জল পৌঁছানোর আগে সব বরফে পরিণত হয়ে যাচ্ছিল। আমি তো বলেছিলাম ওদের তোমরা মেরে ফেলবে।'