রণবীর কাপুর সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আমির খান তাঁর কাছে একবার কেঁদে ফেলেছিলেন নিজের জীবনের কথা বলতে গিয়ে। কিন্তু কী জানিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট তাঁকে?
রণবীর আমিরকে নিয়ে কী জানিয়েছিলেন?
নিখিল কামাতের পডকাস্ট শো পিপল বাই WTF এ অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। সেখানেই তিনি জানান আমির খান তাঁকে কর্ম এবং ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক কী কী পরামর্শ দিয়েছিলেন। সেই কথা বলতে গিয়ে রণবীর জানান, 'দুই বছর আগে আমার সঙ্গে ওঁর দেখা হয়েছিল। তখন উনি কেঁদে ফেলেছিলেন। আমি ওঁকে জিজ্ঞেস করেছিলাম কী হয়েছিল? উনি আমায় তখন জানান যে আমি আমার জীবনের ৩০ বছর কাটিয়ে ফেললাম। আর আমার এই কবছরে খালি আমার দর্শকদের সঙ্গেই আমার সম্পর্ক গড়ে উঠেছে। আমার আমার সন্তান, মা, স্ত্রী কারও সঙ্গেই সম্পর্ক নেই। তখন কিরণ রাও ওঁর স্ত্রী ছিলেন।'
এরপর তিনি জানান, 'এটাই তো পেশার কাজ। নিজের সবটা দিয়ে দিতে হয়। তাই নিজের রিল আর রিয়েল লাইফের সঙ্গে ব্যালেন্স করা খুবই জরুরি। নিজের লক্ষ্যের দিকে এগোতে গিয়ে ভেসে যেও না।' রণবীর এদিন আরও জানান তিনি যতই ব্যস্ত থাকুন না কেন তিনি যথেষ্ট সময় রাহা এবং আলিয়াকে দেওয়ার চেষ্টা করেন। প্রসঙ্গত রণবীর এবং আমির কখনই একসঙ্গে কাজ করেননি। খালি আমিরের পিকে ছবিতে রণবীরের ক্যামিও দেখা গিয়েছিল।
রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে নীতীশ তিওয়ারির রামায়ণ ছবিতে রামের চরিত্রে দেখা যাবে। সাই পল্লবী থাকবেন সীতার চরিত্রে।