Ranbir Kapoor at Kolkata: সৌরভের বায়োপিকের অফার পাননি, তবে কিশোর কুমারের জীবনীচিত্রে অভিনয় করছেন তিনি স্পষ্ট জানালেন রণবীর কাপুর।
ছবির প্রচারে শহরে রণবীর
'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর প্রচারে শনিবার কলকাতায় আসবার কথা ছিল রণবীরের। প্ল্যান ফিক্সড, কিন্তু শহরে খবর পৌঁছাতেই মাথায় হাত সাংবাদিকদের। ওদিন কলকাতার বিনোদন বিটের সাংবাদিকের পিকনিক বলে কথা, অধিকাংশই কাজ থেকে ছুটি নিয়েছেন। সবার কথা ভেবেই প্ল্যান বদলালেন রণবীর, শনিবারের বদলে রবিবার তিলোত্তমায় হাজির ছিলেন তিনি।
কালো টি-শার্ট আর ডেনিমে হ্যান্ডসাম লুকে ধরা দিলেন রণবীর। কপালে তিলক কাটা। ঝটিকা সফরে কলকাতায় এসে শুরুতেই মন দিতে নিলেন নায়ক। প্রথমেই বাংলায় বললেন, ‘কেমন আছেন…ভালো?’ তারপর বললেন, ‘কেমন গেল আপনাদের পিকনিক। অনেক শুনলাম আপনাদের পিকনিক নিয়ে। তা কী কী করলেন, কেমন হল পিকনিক? শুধু খাওয়া-দাওয়াই চলেছে নাকি সঙ্গে পানীয়র ব্যবস্থাও ছিল?' সম্মতিসূচক জবাব পেয়ে মুচকি হাসি রণবীরের মুখে।
সাংবাদিকদের পিকনিকের আগাম প্ল্যানিং-এর কথা জেনে নিজের শেডিউল বদল করেছেন রণবীর। তাই কৃতজ্ঞতা জানাতে এদিন রণবীরের জন্য বিশেষ মিষ্টির ডালি নিয়ে হাজির সাংবাদিক মহল। সৌজন্য বিনিময় সারতে কোনও কৃপণতা দেখালেন না নায়ক। খালি হাতে আসেননি রণবীরও। বাবা হওয়ার পর প্রথমবার কলকাতায় আসা, এদিন সবাইকে গুড়-সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করালেন রাহা-র বাবা।
শহরে রণবীর কাপুর
দাদার শহরে এসে সৌরভের বায়োপিক নিয়ে প্রশ্নের মুখে পড়বেন না রণবীর, তাও কী সম্ভব? সৌরভের বায়োপিকের প্রসঙ্গ উঠতেই রণবীর সোজাসাপটা জানান, ‘আমাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অফার করা হয়নি। আমি এ সম্পর্কে কিছুই জানি না এখন’। পরে ইডেন গার্ডেন্সে পৌঁছে অভিনেতার বাড়তি সংযোজন,'আমি যতদূর জানি, এখন দাদার বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে। বলিউডের অংশ হিসাবে বলছি, আমাকে কেন কোনও অভিনেতাকেই এই ছবির অফার দেওয়া হয়নি'।
রবিবাসরীয় ইডেন গার্ডেনসে ব্যাট হাতে পরস্পরের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণবীর কাপুর! ‘তু ঝুঠি মেয় মক্কার’-এর প্রচারে এক প্রীতি ম্যাচের আয়োজন হয়েছিল এদিন। সেখানে সৌরভের ‘ঝুঠি' একাদশ মুখোমুখি রণবীরের ‘মক্কার’ একাদশের। আসলে রণবীরের নতুন ছবির প্রযোজনা সংস্থাই রয়েছে আর সৌরভের বায়োপিক তৈরির দায়িত্বে। এদিন ব্যাট হাতে সৌরভের বলে ছক্কা হাঁকালেন রণবীর, আবার বল হাতেও পাওয়া গেল তাঁকে। সাংবাদিক বৈঠকে রণবীর স্পষ্ট করেছেন সৌরভের বায়োপিক নিয়ে কিছু জানা থাকলেও অপর বাঙালি কিংবদন্তি কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করছেন তিনি।