আর বেশি দেরি নেই। স্বাধীনতা দিবসের সপ্তাহেই মুক্তি পাচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য়। অর্থাৎ বড় পর্দায় আসছেন দেব ও রুক্মিণী মৈত্র। বাঙালির দুই প্রিয় চরিত্র ব্যোমকেশ ও সত্যবতী হয়ে আসছেন তাঁরা। ছবি নিয়ে উত্তেজনা একটা আছেই। এমনিতেই বাঙালির ব্যোমকেশের প্রতি একটা আলাদাই টান কাজ করে। তার উপরে আবার দেব এবারে ব্যোমকেশ হয়েছেন। তা প্রযোজক রাণা কী লিখলেন দেবকে নিয়ে?রবিবার ১৮ জুন পরিচালক বিরসা দাশগুপ্ত প্রথমে দেবের একটি ছবি পোস্ট করেছিলেন ব্যোমকেশ হিসেবে। হাসি মুখে মাথা নিচু করে গোধূলি বেলায় এক হ্রদের ধারে দাঁড়িয়ে আছেন অভিনেতা। ঠিক করছেন চশমা। এই ছবি পোস্ট করে পরিচালক লেখেন 'আপনাদের প্রিয় ব্যোমকেশ আর তার ভুবনভোলানো হাসি'।সেই ছবি শেয়ার করেই রাণা ফেসবুকে লিখলেন, ‘ব্যোমকেশ হিসেবে দেব কোনও মজা নয়… দেব প্রমান করছে, করবে।’ রাণা-কে অনেকেই আজকাল ‘টলিউডের কেআরকে’ নাম দিয়েছে। কারণ বাংলার অভিনেতা, সিনেমার সমালোচনা করে থাকেন প্রায়ই। দেব-জিৎ-প্রসেনজিতদের নিন্দেও করেছেন এর আগে বহুবার। ‘ধুমকেতু’ নিয়েও ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে, যে ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শেষবার দেব আর শুভশ্রী। রাণার দাবি, ছবি মুক্তি আটকে রয়েছে দেব ডাবিং না করার কারণেই! তা হঠাৎ রাণার মুখে দেবের সুখ্যাতি শুনে নেট-নাগরিকদের তো ভিড়মি খাওয়ার জোগাড়। একজন লিখলেন, ‘দেবদা কি ধুমকেতু ছেড়ে দেবে বলেছে নাকি?’ আরেকজনের কমেন্ট, ‘তোমাকে ফেলুদা হিসেবে দেখতে চাই।’ পালটা ট্রোল করে রাণা মন্তব্য করলেন, ‘জিদ্দা (ভালোবেসে থুরি ট্রোল করে জিতকে এই নামেই ডাকেন রাণা) হলে বেস্ট।’ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র মন্তব্য করেন, ‘উচ্চারণ?’ যাতে রাণার জবাব, ‘ডিরেক্টর বুঝবে। অতীতে অনেক অভিনেতাকেই নতুন জীবন দিয়েছে পরিচালকরা।’ অভিনেতা হওয়ার পাশাপাশি এই ছবির প্রযোজকও দেব। সত্যবতী হয়েছেন রুক্মিণী। অম্বরীশ ভট্টাচার্যকে দেখা যাবে অজিত চরিত্রে। এছাড়াও রয়েছেন সত্যম ভট্টাচার্য। ছবি সিনেমা হলে আসছে ১১ অগস্ট। যদিও দেবের ব্যোমকেশ হওয়ার লড়াইটা খুব সহজ হবে না। একগুচ্ছ বলিউড ছবি মুক্তি পাচ্ছে সেইসময়। যে তালিকায় রয়েছে ওএমজি ২, গদর ২, অ্যানিমেল-এর মতো ছবি।