
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রামায়ণের গল্প অবলম্বনে ফের বড় পর্দায় নতুন একটি ছবি, নতুন একটি প্রজেক্ট আসতে চলেছে। এই ছবির প্রযোজনা করবেন নীতিশ তিওয়ারি। মধু মন্টেনা এবং নমিত মালহোত্রা একত্রে এই প্রজেক্টের প্রযোজনা করবেন। মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং দক্ষিণী তারকা যশকে। এটি যে আগামীর অন্যতম সেরা প্রজেক্ট হতে চলেছে সেটা বলাই যায়।
এই ছবিটি ট্রিলজি হিসেবে মুক্তি পাবে। এটির প্রসঙ্গে এর আগে পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু মন্টেনা বলেন, ২০২৩ -এর শেষ কোয়ার্টার থেকে শুরু হয়ে যাবে এই ছবির কাজ। এবার এই প্রজেক্টের সম্পর্কে আরও একটি তথ্য প্রকাশ্যে এল। ইতিমধ্যেই এই ছবির কাজ আলিয়ারা সকলেই শুরু করে দিয়েছেন বলেই খবর। আপাতত তাঁরা নাকি সামনেই একটি টেস্ট শুট করবেন।
এই ছবির এক অতি ঘনিষ্ট ব্যক্তি জানিয়েছেন, 'রামায়ণের প্রি প্রোডাকশনের কাজ জোর কদমে চলছে। একাধিক বার লুক টেস্ট এবং সেট ডিজাইন করা, নতুন করে তাঁদের VFX এর ব্যাপার সবটা বলে দেওয়া হবে বলেও জানানো হয়।' তিনি আরও বলেন, 'এই ছবি শুরুর আগে তাঁরা অর্থাৎ ছবির নির্মাতারা ফিল্ম সিটিতে একটি সেট তৈরি করছেন। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে একটি টেস্ট শুট করা হবে রামায়ণের যাতে পরিচালক একটা আন্দাজ পান যে দর্শকরা কী কী করেন সবটাই দেখা হবে। আপাতত এই ছবির নির্মাতারা ভীষণই সতর্ক হয়ে পা ফেলছেন, এবং নিখুঁত ভাবে গল্পটি তুলতে ধরতে চাইছেন। আদিপুরুষ বিতর্কের পর আর অসাবধাণী হতে চান না নির্মাতারা। আগামী ২৮ জুলাই হতে পারে এই টেস্ট শুট। তবে ছবির কোন ভাগটির টেস্ট শুট করা হবে সেটা এখনো জানানো হয়নি।'
প্রসঙ্গত কিছুদিন আগেই পরিচালক নীতিশ তিওয়ারির কাছে যান আলিয়া। তখন থেকেই এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি। এখানে তাঁর বিপরীতে রয়েছে রণবীর সিং। তাছাড়া থাকবেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, জয়া বচ্চন, প্রমুখ।
৳7,777 IPL 2025 Sports Bonus