তিনি রূপোলি পর্দার থালাইভা। তবে রিয়েল লাইফেও কম ডেয়ারিং নন রজনীকান্ত। এই তামিল সুপারস্টারকে এবার দেখা যাবে ব্রিটিশ টিভি সঞ্চালক বেয়ার গ্রিলসের জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের স্পেশ্যাল এপিসোডে দেখা মিলবে রজনীকান্তের। মঙ্গলবার কর্নাটকের বন্দিপুর জাতীয় উদ্যানে এই অ্যাডভেঞ্চার শোয়ের শ্যুটিং সারলেন বেয়ার গ্রিলস এবং রজনীকান্ত।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটি এপিসোডের শ্যুটিং পর্ব সেরেছিলেন এই ব্রিটিশ সঞ্চালক।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটি এপিসোডের শ্যুটিং পর্ব সেরেছিলেন এই ব্রিটিশ সঞ্চালক।
সোমবার ম্যান ভার্সেস ওয়াইল্ডের এই বিশেষ এপিসোডের বেশ কিছুটা অংশের শ্যুটিং হয়েছে। বাকি শ্যুটিং চলল মঙ্গলবার। ১৯৭৪ সালে ব্যাঘ্র প্রকল্পের আওয়াত তৈরি করা হয়েছিল বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প।
সোমবার ন্যাশান্যাল জিওগ্রাফির তরফে ঘোষণা হয় বেয়ার গ্রিলসের এই অ্যাডভেঞ্চার শোয়ের নতুন সিজনের। এই সিজনে রজনীকান্ত ছাড়াও থাকবেন চ্যানিং টাটম, ব্রি লরসন, জোয়েল ম্যাকহালে, কারা ডেলেভিংনের মতো হলিউড তারকারা। এই প্রথম কোনও ভারতীয় ফিল্ম তারকা অংশ হচ্ছেন বিশ্ববিখ্যাত এই অ্যাডভেঞ্চার শোয়ের।