এক ডিজিট্যাল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সায়নকে উদ্দেশ্য করে রাজন্যা বললেন, ‘শুভেচ্ছা। অফুরাণ ভালোবাসা। দয়া করে মামলা করবেন না নিজের স্ত্রী-র বিরুদ্ধে। ভালো থাকুন, সুস্থ থাকুন।’
বিয়ের আগে সায়ন ফেসবুকে লিখেছিলেন, ‘বাঙাল আর ঘটির মিষ্টি ঝগড়ার মাঝেই বাড়ুক ভালোবাসার পারদ। শেষ কিছু মাসে আমার ঘন ঘন উত্তরবঙ্গ সফরের অনেক কারণের মধ্যে অন্যতম কারণ…’
রাজন্যা হালদারের সিনেমা
খুব জলদিই সিনেমায় দেখা যাবে রাজন্যাকে। রাজনীতির ময়দান ছাপিয়ে রুপোলি পর্দায় পা রাখতে তৈরি রাজন্যা। হবু বর প্রান্তিক চক্রবর্তীর সিনেমা '১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস'-এ অভিনয় করেছেন রাজন্যা। এটি মুক্তি পাওয়ার কথা প্রজাতন্ত্র দিবসে। ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে কীভাবে দার্লিজিং-সহ ঝাঁপিয়ে পড়েছিল পাহাড়ের মানুষরা, তাই এই সিনেমার বিষয়বস্তু।
নিজের সিনেমা প্রসঙ্গে রাজন্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের মানুষের অবদানের কথা এই ছবিতে তুলে ধরা হয়েছে। একটা ভালোবাসার অ্যাঙ্গেলও রয়েছে। আমাদের বিশ্বাস দর্শকদের এই সিনেমা ভালো লাগবে।’ কলকাতার নন্দন, নজরুল তীর্থ-এর মতো সরকারি প্রেক্ষাগৃহের পাশাপাশি আইনক্সেও মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।