বছরের শুরুতেই পিকনিকের মেজাজে বাংলা বিনোদন জগতের রথী মহারথীরা। এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনির সঙ্গে একাধিক পরিচালক, অভিনেতাদের এদিন দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার একটি রাজবাড়িতে। এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রমুখ।
রাজ-শুভশ্রী-মহেন্দ্র সোনিদের পিকনিক
এদিন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সোনিকে তাঁদের এই পিকনিকের একাধিক ঝলককে প্রকাশ্যে আনতে দেখা যায়। এদিন একটি সাদা চিকনকারি কুর্তি পরেছিলেন শুভশ্রী। রাজের পরনেও ছিল সাদা শার্ট এবং জিন্স। তাঁদের পিকনিক যাওয়ার পথে একটি ছবি তুলে পোস্ট করতে দেখা যায়।
আরও পড়ুন: 'ওঁর ভালোবাসার ক্ষমতা দেখাল আজ...' জন্মদিনে নিজের জন্য নয়, কার উদ্দেশ্যে হৃতিক লিখলেন এই কথা?
অন্যদিকে পিকনিকের একটি ছবি পোস্ট করেন মহেন্দ্র সোনি। সেখানে রাজ-শুভশ্রী ছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায়, তাঁর ছেলে উজান গঙ্গোপাধ্যায়, ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, পাওলি দাম, প্রমুখকে দেখা যায়।

পিকনিকে সদলবলে রাজ শুভশ্রীরা

শুভশ্রীর পোস্ট
গঙ্গার পাড়ে নাচে গানে আড্ডায় জমে উঠেছে তাঁদের এই পিকনিক। মহেন্দ্র সোনির সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অন্যদিকে রাজ, পরমব্রতকেও নাচতে দেখা যায় এদিন। খোশ মেজাজে দেখা গেল বাদামি হায়নার কবলের পরিচালক দেবালয়কে। এসেছিলেন অভিজিৎ সেনও। তাঁদের এদিনের থিম ছিল সাদা। সকলকেই কম বেশি সাদা পোশাকে দেখা যায়।
আরও পড়ুন: 'যখন ভাববে সব ঠিক, তখনই...' আরিয়ান কাণ্ড নিয়ে মুখ খুললেন শাহরুখ, জানালেন কী শিক্ষা পেয়েছেন
রাজ শুভশ্রীর আগামী প্রজেক্ট
প্রসঙ্গত মেয়ে হওয়ার পর ইতিমধ্যেই কাজে ফিরে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁকে আগামীতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে বাবলি ছবিতে দেখা যাবে। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই ছবিটি আনছেন রাজ চক্রবর্তী।