বড় পর্দার পাশাপাশি এখন ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাচ্ছে একাধিক সুপারস্টারদের। আর মাধবন থেকে ববি দেওল, একাধিক সুপারস্টারদের ডিজিটাল প্লাটফর্মে অভিনয় করতে দেখা যাচ্ছে। এবার হনসল মেহেতার আসন্ন ওয়েব সিরিজেও থাকছে একাধিক স্টারকাস্ট।
বেশ কয়েক ধরেই এই ওয়েব সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়াদের মতো একাধিক তারকাদের। শুধু তাই নয়, এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাইমা সেনকেও।
আরও পড়ুন: বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ‘তারে জামিন পর’, ছবি মুক্তির আগে নতুন পন্থা আমিরের
আরও পড়ুন: সামনেই ‘বাৎসরিক’, তারাপীঠে পুজো দিয়ে পুরনো পথে নতুন যাত্রা শুরু শতাব্দীর
এই প্রথমবার নয়, এর আগেও একাধিক বলিউড সিনেমায় কাজ করতে দেখা গেছে বঙ্গ ললনাকে। বিবেক অগ্নিহোত্রীর ‘ভ্যাকসিন ওয়ার’ হোক বা ‘মা কালী’, একাধিক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। এবার ওয়েব সিরিজে অনিল কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, চলতি মাসেই শ্রীলঙ্কায় শুরু হয়ে যাবে শ্যুটিং। দুই বিত্তশালী ব্যবসায়ীর ক্ষমতা এবং নীতিবোধের লড়াইয়ের একটি গল্প দেখানো হবে এই সিরিজে। দুই মূল চরিত্রে যে অনিল এবং বিজয় অভিনয় করবেন, তা বলাই বাহুল্য।
একদিকে যেমন অনিল কাপুর এবং বিজয় ভার্মা ব্যবসা ছাড়া কিছু বোঝেন না তেমন অন্যদিকে রাইমা এবং নেহাকে মূল্যবোধের গল্প বলতে দেখা যাবে। সব মিলিয়ে আসন্ন সিরিজের হাত ধরে একটি বড়সড়ো চমক দিতে চাইছেন পরিচালক।
আরও পড়ুন: গাড়ি চালাচ্ছেন, বিজ্ঞাপনে কাজ করছেন, ক্যানসারমুক্ত মিঠু ছোট পর্দায় ফিরবেন কবে?
আরও পড়ুন: অরিন্দমের ছবিতে বড় চমক! অনিল বিশ্বাসের চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ
বলিউড সূত্র থেকে আরও জানা গিয়েছে, শুধু শ্রীলঙ্কা নয়, জর্জিয়া এবং সার্বিয়ার মতো দেশেও হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং। নীরেন ভাট, অংকুর পাঠক এবং নিখিল নায়ারের লেখা এই ওয়েব সিরিজের কাজ আগামী জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ করে ফেলতে চাইছেন পরিচালক।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে ‘দ্যা বাকিংহোম মার্ডারস’, ‘আলিগড়’, ‘শাহিদ’ সহ একাধিক সিরিজ এবং সিনেমা পরিচালনা করার জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন হনসল। এই সিরিজ নিয়েও তাই ভীষণ আশাবাদী পরিচালক এবং প্রযোজক দুজনেই।